ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে আইকনিক ফ্যাশন গ্যারেজ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
ঈদে আইকনিক ফ্যাশন গ্যারেজ

এথনিক, ট্রেডিশনাল এবং পাশ্চাত্য পোশাকে নিজেদের গর্জাস লুকে উপস্থাপনার জন্য বর্ণিল ঈদ পোশাক থাকছে আইকনিক ফ্যাশন গ্যারেজ-এ।

চলতি ফ্যাশনের গাউন কামিজ, ম্যাক্সি ড্রেস, সিল্ক- জর্জেটের লং কটি বা জাম্পস্যুট সবই থাকছে রঙ এবং প্যাটার্ন ভিন্নতায়।

উদ্যোক্তা তাসলিমা মলি জানান, উপমহাদেশের চলতি ডিজাইন ভাবনায় এবং ফেব্রিকেশনে লং থেকে সেমি লং কুর্তি, সালোয়ার কামিজ বা শাড়িতে থাকছে গর্জাস লুক।

আরামদায়ক ভিসকোস ফেব্রিক, নিট, কটন আর স্টাইলিশ ইন্ডিয়ান সিল্ক, জর্জেট, ম্যাশ ফেব্রিক, সাটিন ও কাতান ফেব্রিকে মেশিন এম্ব্রয়ডারি আর কারচুপির কাজ করা হয়েছে মেয়েদের পোশাকগুলোতে।

প্যাটার্নে প্রাধান্য দেয়া হয়েছে ফিউশন এবং পাশ্চাত্য কাট। প্রিন্টে ব্যবহার করা হয়েছে পিগমেন্ট প্রিন্ট, আফসন প্রিন্ট, ফ্লক প্রিন্ট আর থ্রিডি প্রিন্ট। চাঁদ রাত পর্যন্ত, আইকনিক-এর যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি ২৭, উত্তরা এবং বনানীর শোরুমে ঈদ কালেকশনের বান্ডেল কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়ের সুযোগ। তবে, জাঙ্ক এবং ডিজাইন জুয়েলারি শুধুমাত্র যমুনা ফিউচার পার্কের শোরুমেই পাওয়া যাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।