ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পোশাকে ঈদ ‍আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৫
পোশাকে  ঈদ ‍আয়োজন

যোগী

ফ্যাশন হাউস যোগী এনেছে ঈদের নতুন পোশাক।

এসব পোশাকের মধ্যে রয়েছে- ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মেয়েদের টপস, কামিজ ও শিশুদের পোশাক।



দেশি কাপড়ে তৈরি এসব পোশাকের নকশা করা হয়েছে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে।

ঠিকানা : দোকান-৩৪, (নিচতলা) ও ১বি (তৃতীয়তলা), আজিজ মার্কেট, শাহবাগ, ঢাকা।

মেঘে ঈদের পোশাক

ফ্যাশন হাউস মেঘেও এসেছে ঈদের পোশাক। এসব পোশাকের নকশা করা হয়েছে নানা রং-এ।

মেয়েদের ফতুয়া, টপস, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, শিশুদের সালোয়ার কামিজ, ফতুয়া, পাঞ্জাবি এবং টি-শার্ট।

মেঘের বিক্রয় কেন্দ্র, শাহবাগের আজিজ সুপার মর্কেটে, ধানমন্ডির মেট্টো শপিং মলে ও মিরপুর অরজিনাল দশ নম্বরে (মিরপুর সাড়ে ১০)।

নিখুঁত বাংলাদেশ

ফ্যাশন হাউস নিখুঁত বাংলাদেশ ঈদে এনেছে নানা নকশার পোশাক। সুতি ও আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের নকশা করা হয়েছে নান্দনিক হাতের কাজের মাধ্যমে।

মেয়েদের সালোয়ার কামিজ, ফতুয়া ও স্কার্ট এবং শিশুদের পোশাকের জন্য ঘুরে আসতে পারেন নিখুঁত বাংলাদেশে।  

ঠিকানা : টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স (তৃতীয় তলা), শান্তিনগর; বাড়ি-৭২, ব্লক-কে, দক্ষিণ বনশ্রী; এবং কর্ণফুলী গার্ডেন সিটি (তৃতীয় তলা), কাকরাইল, ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।