ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সেভেনহিল রেস্টুরেন্টে...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জুন ২০, ২০১৫
সেভেনহিল রেস্টুরেন্টে...

এই রমজানে পরিবার ও বন্ধুদের নিয়ে পারিবারিক পরিবেশে ইফতার করার সুযোগ মিলবে রাজধানীর সেভেনহিল রেস্টুরেন্টে।  

বুফে অথবা সেট মেন্যু দুই ধরনের ইফতারের ব্যবস্থাই  রয়েছে রেস্টুরেন্টটিতে।

কোরাল স্টিম, রোস্টেড হোল গ্রিল চিকেন, হোল স্টিম রেডপেপার, প্রন সাসলিক, দই-বড়া, শাহী হালিম, বারবিকিউ চিলি চিকেন, ম্যাংগো গ্রিন সালাদ, কোকোনাট বরফি, ব্ল্যাকবেরি জুস ও অ্যালোভেরা জুসসহ ৬০ পদের খাবার পাবেন ইফতারে।

আর সেহরিতে থাকছে প্রায় ৩০ পদের দেশি-বিদেশি খাবার। চাইলে ইফতার ও সেহরির ক্যাটারিং সেবাও পরিবেশন করবে সেভেনহিল রেস্টুরেন্ট।

বুফে ইফতারে খরচ পড়বে ৬৭৫ টাকা আর সেহরি ৬৫০ টাকা। এছাড়া ২৫০ থেকে ৩৯৯ টাকায় মিলবে ইফতারের বক্স প্যাকেজ। ঠিকানা: ডিকে টাওয়ার, সি আর দত্ত রোড, ঢাকা-১২০৫।

অনলাইনে বুকিংয়ের সেবাও পাওয়া যাবে সেভেনহিল রেস্টুরেন্টে। ফেসবুক: Sevenhill Restaurant
ওয়েব: www.sevenhillrestaurant.net

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।