ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আয়েশা আখতারের অর্জন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, মে ৫, ২০১৫
আয়েশা আখতারের অর্জন

বিশ্ব অর্থনীতিতে বিশেষ ‍‍অবদান রেখে চলেছেন এমন ব্যবসায়িক নেতাদের স্বীকৃতি হিসেবে (IAE) ইন্টারন্যাশনাল আর্চ অব ইউরোপ পুরস্কার দেওয়া হয়।

২৬ এপ্রিল এবারের পুরস্কার নিতে জার্মানির ফ্রাংকফুর্টে মিলিত হন ৭২ টি দেশের ব্যবসায়িক নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনিতিক, ব্যবসায়িক প্রতিনিধি, অর্থনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব।

সফল উদ্যোক্তা হিসেবে দেশের হয়ে বিশেষ এই সম্মান অর্জন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী রেনেসাঁ গ্রুপের পরিচালক আয়েশা আখতার জাহান।

আয়েশা আখতার দীর্ঘ ২৫ বছর ধরে তৈরি পোশাক, শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংকিং খাতসহ নানা সামাজিক কাজের সঙ্গে জড়িত।

ব্যবসার পাশাপাশি তিনি বাংলাদেশের অনাথ ও সুবিধাবঞ্চিত মেয়েদের জন্য কাজ করতে  পিপলস রোকেয়া ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

আয়েশা আখতার বাংলানিউজকে বলেন, সব কাজের স্বীকৃতি পাওয়াই আনন্দের। কিন্তু সে আনন্দ অনেকগুণ বেড়ে যায় যখন এদেশের জন্য ‍আন্তর্জাতিক কোনো অর্জন বয়ে আনতে পারি।

তার বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৩০ হাজার লোক কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, আমাদের আরও কর্মসংস্থান তৈরি করতে হবে। দেশের একজন লোকেরও যেন কাজের অভাব না থাকে এই লক্ষ্য নিয়ে এগোতে হবে। শুধু চাকরির জন্য অপেক্ষা না করে নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি করতে শিক্ষিত তরুণদের প্রতি আহবান জানান তিনি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।