ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ট্রাফিক জ্যামের সময় কাজে লাগান

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মে ৪, ২০১১
ট্রাফিক জ্যামের সময় কাজে লাগান

জীবন থেকে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। আর অমূল্য এই সময়ের অনেকটা অংশ আমরা ব্যয় করি শুধুই রাস্তায় বসে থেকে।

ব্যস্ত এই শহরে চলতে হলে প্রতিনিয়ত আমাদের জ্যামে বিরক্তিকর সময় কাটাতে হয়। অনেক সময় সিগন্যালে বসে থাকলে মনে হয়, ট্রাফিক রাস্তা ছাড়তেই ভুলে গেছেন।

রাস্তায় জ্যামে আটকা পড়ে বিরক্ত না হয়ে বরং আসুন দেখি কিভাবে সময়টা কাজে লাগানো যায়।

সকালে কাজের জন্য বের হলে পত্রিকা পড়ার সময় পাওয়া যায় না। আপনি ইচ্ছে করলেই পত্রিকাটি সঙ্গে নিয়ে বের হতে পারেন। দেশ-বিদেশের সংবাদগুলো জানা হয়ে গেল। আজকাল নিউজ আপডেট থাকাটা খুব জরুরি।
আপনি যদি দেশ বিদেশের সাম্প্রতিক বিষয়গুলো জানেন, তবে দেখবেন সবার সঙ্গে কথা বলার সময় কনফিডেন্স লেভেল আগের তুলনায় বেড়ে গেছে।

সঙ্গে ল্যাপটপ থাকলে মেইল চেক করুন। প্রয়োজনে মেইলের জবাব দিন। ল্যাপটপ না থাকলেও ক্ষতি নেই মোবাইল ফোন থেকেও ইন্টারনেট ব্যবহার করা যায়। একটু সময় পেলে ফেসবুকটাও দেখে নিলেন।

এখন প্রযুক্তির যুগ। জ্যামে বসেই ঠিক এখনই দেশে ও দেশের বাইরে কী ঘটছে তা জানতে লগ অন করুন বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এ।

অনেক দিন কোনো বই অথবা উপন্যাস পড়ার ইচ্ছা কিন্তু সময় করে উঠতে পারছেন না, রাস্তার সময়টাই কাজে লাগান বইটি পড়তে।

সব চেয়ে আগ্রহ নিয়ে যে কাজটি করা যায়, মানুষ দেখুন। না, শুধু উপরের দিকে তাকিয়ে নয়, ছোট শিশু যার এখন স্কুলে যাওয়ার সময় অথচ জীবনের তাগিদে সে ফুল অথবা পত্রিকা বিক্রি করছে। দেখবেন একদিন হয়তো, দেখতে-দেখতেই তাদের জন্য কিছু করতে ইচ্ছে হচ্ছে।

[email protected]

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ০৪ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।