ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কুটুমবাড়িতে সামুদ্রিক খাবার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
কুটুমবাড়িতে সামুদ্রিক খাবার

এবার সামুদ্রিক নানা স্বাদের মাছ আর খাবারের পসরা সাজিয়েছে কুটুমবাড়ি। সামুদ্রিক খাবারের এক্সপার্ট শেফ সার্বক্ষণিক নিবেদিত ভোজন রশিকদের আপ্যায়নে।



কুটুমবাড়িতে ৫০টিরও বেশি সামুদ্রিক মাছের আইটেম আছে। মেইন মেনুতে পাওয়া যাবে গ্রিল্ড লোবেস্টার, বেক্ড পোমফ্রেট, হোল বেকট রেড স্ন্যাপার, লোবেস্ট থারমিডর ও ইন্ডিয়ান সেলমন স্টিক। আরও রয়েছে সি ফুড প্লাটার, গ্রিল্ড ক্যালামেরি, সি ক্রাব মাসালা, ক্যালামেরি রিং ও নানা ধরনের পাস্তা।

সামুদ্রিক খাবারের পাশাপাশি কুটুমবড়িতে আরও আছে মোঘল খাবার- ইরানি বিরিয়ানি, ইরানি মোরগ পোলাও, তেহেরানি তেহারি ও দিল্লিকা খিচুড়ি।

সঙ্গে ফ্রেশ সালাদের আর জিভে জল আনা সব আচার।

ঠিকানা: কুটুমবাড়ি, ২/১২ ব্লক-এফ (লালমাটিয়া মহিলা কলেজের পাশে), লালমাটিয়া, ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।