ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সবই পাবেন ১৪২২-এ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
সবই পাবেন ১৪২২-এ

আপনার সাজকে পূর্ণতা দিতে, সবার মাঝে আপনাকে অনন্যা করে তুলতে অন্যতম সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড দিচ্ছে প্রতিবারের মতো এবারও পহেলা বৈশাখে মাত্র ১৪২২ টাকায় বৈশাখী সাজের বিশেষ অফার।

বৈশাখী আলপনা বা স্কিন পেইন্টিংসহ মেকআপ, হেয়ারস্টাইল আর শাড়ি পরা সবই রয়েছে এ প্যাকেজে।

এই অফার চলবে পহেলা বৈশাখের সারাদিন ওমেন্স ওয়ার্ল্ডের সবগুলো আউটলেটে।

আর বৈশাখের রঙ্গিন সাজের আগে তো চাই চেহারা ঠিকঠাক করে প্রস্তুত থাকা এজন্যও চলে আসতে পারেন ওমেন্স ওয়ার্ল্ডে। প্রতিষ্ঠানটি আপনাদের জন্য নতুন বছরের আনন্দ দ্বিগুণ করতে পহেলা বৈশাখের দিন পর্যন্ত ফেসিয়াল, পেডিকিওর-মেনিকিওর, থ্রেডিং, হেয়ার ট্রিটমেন্ট দিচ্ছে মাত্র ১৪২২ টাকায়।   

আপনাদের জন্য আরও চমক ওমেন্স ওয়ার্ল্ডের গুলশান শাখায় WW Boutique By Farnaz Alam দিচ্ছে পহেলা বৈশাখের অসাধারণ সব পোশাক তাও মাত্র ১৪২২ টাকায়।   

আপনাদের সুবিধায় পহেলা বৈশাখে কাকরাইল ও মিরপুর শোরুম সকাল ৬টা থেকে আর অন্যগুলো সকাল ৯টা থেকে খোলা থাকবে।

ওমেন্স ওয়ার্ল্ডের আউটলেট সমূহ
গুলশান: ০১৭৩৩২২৬১৫১, বনানী: ০১৭৩৩২২৬১৫২, উত্তরা:০১৭৩৩২২৬১৫৩, কাকরাইল: ০১৭৩৩২২৬১৫৪ ধানমন্ডি: ০১৭৩৩২২৬১৫৫, মিরপুর: ০১৭৩৩২২৬১৫৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।