ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সবার জন্য কণা কুঠির

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৫
সবার জন্য কণা কুঠির

ধানমন্ডি ২৮ নাম্বার রোডের ১২ নাম্বার বাসায় ৩১ মার্চ সকাল থেকেই শুরু হয় আড্ডা। তবে এই আড্ডাটা একটু ভিন্ন ধাঁচের।

কারণ নিপুণ কারিগরের মতো করে যত্ন নিয়ে করা পোশাকগুলো দেখতে এসেছিলো জনপ্রিয় কিছু তারকা।

কণা কুঠিরে তৈরি পোশাক আর গহনা নিয়ে ছিল সকাল-সন্ধ্যার এই প্রদর্শনী। এখানে হাজির হন ফেরদৌসি প্রিয়ভাষিনী, চিত্রনায়িকা নিপুণ, জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব ম হামিদসহ আরো অনেকে।

বাসায় দোতলায় আয়োজন করা এ প্রদশর্নীতে বাচ্চা থেকে শুরু করে সকল বয়সী মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। এক জায়গায় কেনাকাটা, খাওয়া-দাওয়া আর নির্ভেজাল এক আড্ডার আয়োজন করার জন্য অনলাইন শপ কণা কুঠিরের কর্ণধার মোশাররেফা কণাকে সকলে অভিনন্দন জানান।  

দেশীয় পোশাক দিয়েই সবার কাছে পরিচিতি পেতে কাজ করছে কণা কুঠির।   ঐতিহ্যবাহী জামদানীকে কণা দিয়েছেন আরও আধুনিক রূপ। রয়েছে আরও অনেক ভিন্ন আদলের ফ্যাশনেবল কালেকশন। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাদেশের জনপ্রিয় ও শীর্ষ নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

কণা কুঠিরের যে কোনো পণ্য দেখতে পারেন ফেসবুক পেইজ-এ : fb.com/konakuthir

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।