ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আরও দ্রুত সেবা দেবে ফুডপান্ডা

লইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৫
আরও দ্রুত সেবা দেবে ফুডপান্ডা

আমাদের ব্যস্ত জীবনে সময়ের বড় অভাব। কোথাও গিয়ে ঘুরে আসা..প্রিয়জন, অফিস কলিগ বা বন্ধুদের নিয়ে খেতে যাওয়ার ইচ্ছা থাকলেও সময়ের কারণে সে ইচ্ছে অনেক সময়ই বাস্তবে হয়ে ওঠে না।



 আমাদের এই ব্যস্ততার মধ্যেও জীবনকে কিছুটা উপভোগ্য ও সহজ করতে কাজ করে যাচ্ছে বিভিন্ন অনলাইন সেবা প্রতিষ্ঠান।

আর এসব প্রতিষ্ঠানের মধ্যে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে, অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো, যার অন্যতম ফুডপান্ডা।

আরও দ্রুত গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিতে সম্প্রতি ফুডপান্ডা নতুন করে ১১০ মিলিয়ন ডলার বিণিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।   ফুডপান্ডা এ তহবিল পেয়েছে রকেট ইন্টারনেট গ্রুপ থেকে।

ফুডপান্ডার সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক রাফ ওয়েনজেল বলেন, ফুডপান্ডা এ তহবিল নতুন প্রযুক্তি সংযোজন এবং গ্রাহকদের উন্নতমানের সেবাদানের কাজে ব্যয় করবে।
 
ইউরোপ, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের ৪৬টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে।

উল্লেখ্য, গত কয়েকমাস ধরে বিশ্বজুড়ে অনলাইনে খাবার সরবরাহে নেতৃত্ব দিচ্ছে ফুডপান্ডা। বাংলাদেশেও ঢাকা, সিলেট ও চট্টগ্রামে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।