ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মীমের হাসির মূল্য...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
মীমের হাসির মূল্য...

মারজিয়া মীম বয়স পনেরো, মুগদা হায়দার আলী স্কুলের ক্লাস নাইনের ছাত্রী। বড় হয়ে একজন সফল আইনজীবী হবার স্বপ্ন মীমের।

স্বপ্ন পূরণের পথে ভালভাবেই এগিয়ে যাচ্ছিল সে, বাদ সাধে ক্যান্সার। খাওয়ার কষ্ট, বুকে ব্যাথা, কাশি, রক্তবমি এগুলো নিয়ে পরীক্ষা দিয়ে মীম ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় এ গ্রেড পায়।

এরপর বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রায় সাত মাস আগে ওর ইসোফাজিয়াল ক্যান্সার সহজ কথায় খাদ্যনালীর ক্যান্সার হয়েছে জানা যায়।

বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হসপিটালে মীমের চিকিৎসা করছেন টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ ইয়াকুব আলী। ওকে সুস্থ করে তুলতে বারটি কেমোথেরাপি দেয়া প্রয়োজন ছিল। কেমোথেরাপির সেশন শেষ পর্যায়ে আছে। চিকিৎসার ফলাফল ইতিবাচক। আশা করা যাচ্ছে এটা সফলভাবে শেষ করতে পারলে মীমকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হবে। কিন্তু ওর দরিদ্র কিন্ডারগার্টেন শিক্ষক বাবা আলতাফ মাহমুদও এখন নিঃস্ব। বিক্রির জন্য আর কিছুই অবশিষ্ট নেই তার।

চিকিৎসা সফলভাবে শেষ করার জন্য আর মাত্র ৫০ হাজার টাকা প্রয়োজন।

পুরো দেশের মানুষের মীমের পাশে দাঁড়িয়েছে বাংলানিউজের বিএনএসএস(বাংলানিউজ সোশ্যাল সাভির্স)।

মীম কে সহায়তা করতে নিচের ঠিকানা গুলোতে যোগাযোগ করতে পারেন

যোগাযোগের ঠিকানা -
আলতাফ মাহমুদ (মীমের বাবা)
ফোন - ০১৭৭৯৫৯১৭২৬,০১৬৮৪৬২৪৪২১

আর্থিক সহযোগিতার ক্ষেত্রে -
লুতফুন্নেসা (মা)
ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার - ৪৫৭৭
উত্তরা ব্যাংক, মুগদাপাড়া শাখা।
বিকাশ নাম্বার – ০১৭১৮৩৪৩১১৮

 বাংলানিউজ সোশ্যাল সাভির্স (বিএনএসএস) সামাজিক সেবার লক্ষ্যেই প্রতিষ্ঠা লাভ করে। এরই অংশ হিসেবে সমাজের দুঃস্থ ও আর্তপীড়িত মানুষের জন্য নিরলস কাজ করছে বিএনএসএস।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।