ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

জমে ওঠে সব রেষ্টুরেন্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
জমে ওঠে সব রেষ্টুরেন্ট

বিশেষ দিনে, বিশেষ আয়োজন। আমারা দেখেছি দেশের নামী দামী সব রেস্টুরেন্ট নানা আয়োজনে ভ্যালেন্টাইন ডে উদ্যাপন করেছে।



রাজধানীর শপিং-সেন্টারগুলোর ফুডকোডও পিছিয়ে ছিলো না। শুধু কি তাই, এলাকায় এলাকায় নাম করা সব খাবারের হোটেলগুলোও আয়োজন করে বিশেষ সাজ-আর খাবারের।  

তেমনি রামপুরায় আল কাদেরিয়া রেষ্টুরেন্টে ভ্যালেনটাইন্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন করে। পুরো রেষ্টুরেন্টকে সাজানো হয় আকষর্ণীয় সাজে। বিশেষ দিন উপলক্ষে ক্রেতাদের জন্য আয়োজন করা হয় বিশেষ খাবার, দেয়া হয় বিশেষ ছাড়ও।

রেস্ট্রুরেন্টের মালিক ফিরোজ আলম সুমন বাংলানিউজকে বলেন, আমরা প্রতিটি বিশেষ দিনকে সামনে রেখে বিশেষ আয়োজন করে থাকি। ভালোবাসা দিবসও এর ব্যতিক্রম নয়। আর এসব দিনে ক্রেতাদের সাড়াও থাকে চোখে পড়ার মতো।

ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে জর্দা পোলাও, ফিরনি, খাসির রোষ্টসহ বেশ কয়েকটি আইটেম করা হয় এখানে।

সুস্বাদু এসব খাবারের মূল্য জনসাধারণের সাধ্যের মধ্যে থাকায় এখানেও বেশ ভীড় দেখা যায়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।