ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ভালবাসা দিবসের ডিনার মেন্যু

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ভালবাসা দিবসের ডিনার মেন্যু

ভালবাসা দিবসকে আরও স্বরণীয় করে রাখতে প্রিয়জন নিয়ে রাতের খাবার টা বাইরে খাওয়ার প্রান রাখতে পারেন। আর আপনার ভালোবাসা উৎযাপন করতেই ওয়াটারক্রেস রেষ্টুরেন্ট নিয়ে এসেছে বিশেষ ক্যান্ডেললাইট চার কোর্স ডিনার অফার।



এই চার কোর্স ডিনারে থাকছে স্যুপ, এন্ট্রি, মেইন কোর্স ও ডেজার্ট। এছাড়াও আপনি পাচ্ছেন সীমিত মেনু থেকে খাবার পছন্দ করে  নেবার স্বাধীনতা। স্যুপ মধ্যে ক্রিম অব মাশরুম বা প্রন ভার্মিসিলি।

এন্ট্রিতে থাকবে মেডিটেরিয়ান প্রন ব্রোশেট্টে অথবা চিকেন স্কুয়ার্স। মেইন কোর্স আপনাকে পছন্দ করতে হবে মরোক্কান গ্রিল চিকেন, চার-গ্রিলড স্টেক বা সিসিলিয়ান বেকড ফিশ হতে। (সব মেইন কোর্স স্পাইসি রাইস বা স্পাগোটি আইয়োলি এবং রোস্টেড রুট ভেজিটেবলের সাথে পরিবেশিত হবে) এবং সবশেষে ডেজার্ট এ থাকবে সুইট স্কুয়ার্স অথবা জেল-ও স্ট্রাইপস।

এই বিশেষ ক্যান্ডেললাইট চার কোর্স ডিনার অফার পাচ্ছেন ১৪৯৫++ প্রতি জন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।