ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এ্যাপোলো হসপিটালস ঢাকা রোগী ও তার স্বজনদের জন্য ৪ফেব্রুয়ারি দিনব্যাপী সচেতনতা মূলক কর্মসূচীর আয়োজন করে।

হাসপাতাল জুড়ে বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে সচেতনতামূলক তথ্য প্রদর্শন ও বিতরণের মাধ্যমে এই দিনটি পালন করা হয়।

এর মধ্যে স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, কন্ঠনালীর ক্যান্সার এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি ও প্রতিরোধ সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য প্রদর্শন ও সরবরাহ করা হয়।

এছাড়াও এ্যাপোলো হসপিটালস ঢাকার ধানমন্ডি বর্হিবিভাগ শাখায় প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি ও প্রতিরোধ বিষয়ে একটি স্বাস্থ্য কথার আয়োজন করা হয়।

এ্যাপোলো হসপিটালস ঢাকার ইউরোলজি বিভাগের কনসালটেন্ট ডাঃ মোঃ মহসিন উদ্দীন, এই স্বাস্থ্য কথাতে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি ও প্রতিরোধের বিষয়ে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ফ্রি হেলথ চেক-আপ করা হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।