ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ই-কার্ড উপহার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
ই-কার্ড উপহার

আসছে ভ্যালেন্টাইন'স ডে, চলছে প্রস্তুতি ভালবাসার মানুষকে কিছু দেবার। কী দেবেন ভাবছেন? , উপহার হিসেবে কার্ডকে বেশির ভাগ মানুষ বেছে নিতে পারেন।


এই কার্ড  যদি হয় সুলভ, সহজলভ্য এবং নান্দনিক, তাহলে তো কথাই নেই।

নিজের পছন্দমত, দৃষ্টিনন্দন ডিজিটাল (ই- উপহারকার্ড)   কার্ডের সেবা শুরু করেছে এফ-কমার্স ফার্ম  র’দিয়া মিডিয়া আইএনসি।

ঘরে বা অফিসে বসেই র’দিয়ার ফেসবুক পেজের (facebook.com/radiamedia) মাধ্যমে করিয়ে নিতে পারেন আপনার কাঙ্ক্ষিত কার্ডটি যা আপনি আপনার পছন্দের মানুষকে অনলাইনে পাঠিয়ে দিতে পারেন।  

ডিজিটাল উপহার কার্ড সম্পর্কে র’দিয়ার প্রধান নির্বাহী রবিউস সামস বাংলানিউজে বলেন, যুক্তরাজ্যে এমবিএ পড়ার সময় দেখতাম, বিদেশি বন্ধুরা আমাকে ডিজিটাল কার্ড উপহার দিত তাদের বিভিন্ন উৎসবে। বিষয়টা আমার ভাল লাগত। এই ধারনা থেকে দেশে ই- উপহারকার্ড সেবা দেবার চিন্তা । আমাদের দেশে ই-কার্ড উপহার দেবার খুব একটা প্রচলন না থাকলেও, সোশ্যাল মিডিয়ার বিশেষ করে ফেসবুকের এর জনপ্রিয়তা জন্য চাহিদা বাড়ছে।

শুধু ‘ভ্যালেন্টাইন'স ডে’ নয়, যে কোনো উৎসবে র’দিয়া থেকে ডিজিটাল কার্ড করিয়ে নেয়া যাবে।    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।