ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গ্লোরিয়া জিনস্ নতুন শাখায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
গ্লোরিয়া জিনস্ নতুন শাখায়

গ্লোরিয়া জিনস্ কফি্স বিশ্বের ৩৯ টি দেশ ঘুরে ১১০০ শাখার মাধ্যমে কফির অতুলনীয় স্বাদ এবং মোহনীয় গন্ধে পাগল করে তোলার পর নাভানা গ্রুপ এর হাত ধরে ঢাকায় আসে ২০১২ সালে।

ঢাকার গুলশানে এর প্রথম শাখা উদ্ভোধন করার পর খুব দ্রুত গ্লোরিয়া জিনস্ কফি্স এর প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ে।



এরই ধারাবাহিকতায় সম্প্রতি গ্লোরিয়া জিনস্ কফি্স এর দ্বিতীয় শাখা উদ্ভোধন হলো ঢাকার অন্যতম প্রাণকেন্দ্র ধানমন্ডিতে।

উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান ডেপুটি হাইকমিশনার ম্যাডাম লূসিন্ডা বেল এবং আরও উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব সাজেদুল ইসলাম শুভ্র, নাভানা ফুডস লিঃ এর হেড অফ অপারেশন জনাব মোরশেদ এলাহী, নাভানা গ্রুপের কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন সেলিব্রেটি, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া এবং অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য, ১৯৭৯ সালে গ্লোরিয়া জিন ক্যাভেটকো এবং এড নামক আমেরিকান দম্পতি গ্লোরিয়া জিনস্ কফি্স নিয়ে এর যাত্রা শুরু করে। এড তার স্ত্রীর নামানুসারে গ্লোরিয়া জিনস্ এর নামকরন করে। ১৯৯৫ সাল গ্লোরিয়া জিনস কফিস সম্পূর্ণরুপে একটি অস্ট্রেলিয়ান ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।