ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কনের হাতে মেহেদী

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
কনের হাতে মেহেদী

চারিদিকে তোড়জোড় করে শুরু হয়েছে বিয়ের আয়োজন। আর  কনে সাজছে তার অপরূপ সাজে।

কনের হাতের মেহেদী অন্যান্য সাজের সাথে বিয়ের একটি অন্যতম অংশ। মেহেদী ছাড়া নারীর সাজের সৌন্দর্য অপূর্ণ রয়ে যায় তাই অনেকে প্রোফেসনাল মেহেদী আর্টিস্টের কাছেই নিজের হাতকে সাজাতে চায়।

ঢাকা শহরে অনেক মেহেদী আর্টিস্ট আছেন যারা এ সার্ভিসটা দিয়ে থাকেন এদের মধ্যে একজন প্রোফেসনাল মেহেদী আর্টিস্ট “মেহেদী বাই খোয়াব”। এখান থেকে মেহেদী আর্টিস্ট দিয়ে কনের হাতে মেহেদী পরিয়ে হাতকে সাজাতে পারেন। চাইলে এখান থেকে হোম সার্ভিস টাও নিতে পারেন।
lifestyle_1
বিয়ে, গায়ে হলুদ, এনগেজমেন্ট বা অন্য যে কোনো অনুষ্ঠানের  জন্য দৃষ্টিনন্দন মেহেদী-ডিজাইন এর জন্য ভিজিট করতে পারেন ফেসবুক পেজ https://www.facebook.com/mehendibykhowab

আপনার হাতকে সুন্দর সাজে সাজাতে যোগাযোগ করতে পারেন মেহেদী বাই খোয়াব এর সাথে এবং সাধ্যের মধ্যে বেছে নিতে পারেন ব্রাইডাল  এবং নন ব্রাইডাল মেহেদী প্যাকেজ।
 
মেহেদী ব্রাইডাল প্যাকেজ এর জন্য যোগাযোগ করুন: - ০১৭৫১৬২৪৮০১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।