ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কোরবানী ঈদের রঙ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৪
কোরবানী ঈদের রঙ

এবার দুটি ধর্মীয় ঈদ ও পূজায় ক্রেতাদের চাহিদা এবং পছন্দের খেয়াল রেখে বেশ কিছু পোশাকের কালেকশন এনেছে ফ্যাশন হাউস রঙ।

পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, কূর্তা, কূর্তী, শার্ট এর কাটিং ও ডিজাইনে এসেছে নতুনত্ব।

সালোয়ার-কামিজ ও পাঞ্জাবির ডিজাইনের সাথে  মেচিং করে শালও করা হয়েছে। ছেলেদের ফুলস্লিভ শার্ট করা হয়েছে নানান ডিজাইনে। পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, কূর্তা, কূর্তী, করা হয়েছে নিজস্ব বুননে করা খাদী ও সুতি কাপড়ের পাশাপাশি সিল্ক, ডুপিয়ান সিল্ক, বলাকা সিল্ক, জয়শ্রী সিল্ক, এন্ডি সুতি, এন্ডি সিল্ক এ।

এবারের ঈদ আয়োজনে শাড়ির উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে টাঙ্গাইলের সুতি ছাড়াও মোটা কাপড় এর ডুপিয়ান সিল্ক, এন্ডি সুতি,এন্ডি সিল্ক, জামদানী, মসলিন, রেশমী কটন, মার্সেলাইস সুতি ইত্যাদি। শাড়ির ডিজাইনের সাথে মেচিং করে শাল করা হয়েছে।

এছাড়া ঈদের পরপরই শুরু হবে বিয়ের মৌসুম। এজন্য বর ও কনের মেচিং করা এক্সক্লুসিভ শাড়ি ও পাঞ্জাবি এখনই পাওয়া যাচ্ছে শোরুমগুলোতে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।