ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আবারও আসছে রঙ এর দিদি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
আবারও আসছে রঙ এর দিদি

বাঙালির অন্যতম সার্বজনীন উৎসব দুর্গাপূজা। সমগ্র বিশ্বব্যাপী সনাতন বা হিন্দু ধর্মালম্বীরাদের কাছে  দূর্গোৎসব পালিত হয়ে থাকে মহা উৎসবমুখরতায়।



তাই দুর্গোৎসব উপলক্ষে তৃতীয়বারের মত ফ্যাশন হাউস রঙ এবং আর-টিভির যৌথভাবে আয়োজন করছে শারদ সাজে রঙ এর দিদি-২০১৪’।

দুর্গা পূজার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর, নবমী, দশমীর দিনগুলোতে কেমন সাজের দরকার! তেমন কিছু শারদীয় সাজের ছবি নিয়ে এই আয়োজন।

আপনার ও আপনার প্রিয়জনের শারদ সাজের ছবি থেকে ২০ জনকে বেছে নেয়া হবে এবং তারই মধ্য থেকে নির্বাচন করা হবে ’রঙ আর-টিভি  শারদ সাজে রঙ এর দিদি-২০১৪’।

রঙ এবং আর-টিভির -এর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার প্রদান করা হবে।

যে কেউ ছবি পাঠাতে পারবেন, কী ভাবে ছবি পাঠাবেন ?

পূজার সাজ পোশাকে পোর্ট্রটে, মিডলং ও ফুল ফিগার ৩টি ভিন্ন ভঙ্গিতে ৫আর সাইজের ৩টি ছবির পেছনে পূর্ণ নাম ও ফোন নম্বর লিখে ১৫ সেপ্টেম্বর ২০১৪ এর মধ্যে
ছবি পাঠান রঙ, প্রধান কার্যালয়, মিডিয়া বিভাগ, ৭৬, ভাষা সৈনিক সামসুজ্জোহা রোড, উত্তর চাষাড়া, নারায়ণগঞ্জ এই ঠিকানায়।

অথবা রঙের যে কোনো শো-রুমে ছবি জমা দেওয়া যাবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।