ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গহনায়ই নয় ভ্রমণেও ছাড়!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ২৪, ২০১৪

যারা বেড়াতে যাবেন বা গহনা কিনবেন, আপনাদের জন্য সুখবর। এখন থেকে আল-হাসান ডায়মন্ড গ্যালারি লি. এর ক্রেতারা দেশের পাঁচ তারকা হোটেল কক্স টুডে ভ্রমণকালীন সময়ে বিশেষ সুবিধা পাবেন।



এছাড়াও হোটেল কক্স টুডে এর অতিথিরাও আল-হাসান ডায়মন্ড গ্যালারি থেকে বিশেষ সুবিধায় পণ্য কিনতে পারবেন।


এই বিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আল-হাসান ডায়মন্ড গ্যালারি লি. এর ব্যবস্থাপনা পরিচালক
মোহাম্মদ খায়রুল হাসান এবং হোটেল কক্সটুডে এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাইউম চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল- হাসান ডায়মন্ড গ্যালারির মার্কেটিং ম্যানেজার হুমায়ুন হাবিব, এসিসটেন্ট মার্কেটিং ম্যানেজার মাহমুদুল হাসান জুয়েল এবং হোটেল কক্স টুডে এর সিনিয়ার এসিসটেন্ট ম্যানেজার এ.এস.এম হুমাউন কবির চৌধুরী এবং এসিসটেন্ট ম্যানেজার মো. সুমন শাহরিয়ার।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।