ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

মেন ফ্যাশনে মুনসুন রেইন

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুন ২২, ২০১৪
মেন ফ্যাশনে মুনসুন রেইন

থিমভিত্তিক ফিউশনে তারুণ্যের উদ্দ্যমতা পোশাকের ক্যানভাসে ফুটিয়ে তোলে ক্যাটস আই।

এবার সিম্পল প্যাটার্ন ভেরিয়েশনে  শুধুই  এক্সিকিউটিভ ফ্যাশনেবল পুরুষদের জন্য ক্যাটস আই-এর কো ব্র্যান্ড মুনসুন রেইনে থাকছে তেমনই কিছু ফরমাল মেনজ কালেকশন।

অফিস গোয়িং পোশাক হিসেবে এগুলোতে থাকছে বৈচিত্র্যতা, আনা হয়েছে স্মার্ট এন্ড ট্রেন্ডি লুক । ক্যাজুয়াল ফিট বা স্লিমফিট শার্ট, প্যান্ট স্বাচ্ছন্দ্য এনে দেবে নিত্যদিনকার লাইফস্টাইলে।


সকল ক্যাটস আই ছাড়াও মুনসুন রেইন আউটলেটে পাওয়া যাবে এসব পোশাক।

গ্রামীন ফোন প্লাটিনাম স্টার গ্রাহকরা পাচ্ছেন ১০ শতাংশ ছাড়ে শপিং-এর স্বাধীনতা।




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।