ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

‘গ্রীষ্মকালীন ফ্যাশনে’ লা-রিভের আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জুন ১, ২০১৪
‘গ্রীষ্মকালীন ফ্যাশনে’ লা-রিভের আয়োজন

ঢাকা: গ্রীষ্মে ব্যবহার উপযোগী দৃষ্টিনন্দন ও আরামদায়ক পোশাকের বিপুল আয়োজন করেছে ফ্যাশন ব্রান্ড লা রিভ।

লা রিভ এবারের গ্রীষ্মের পোশাক পরিকল্পনায় প্রধানত সুতি কাপড় এবং কোমল রঙের পোশাক এনেছে।

এর মধ্যে মেয়েদের জন্য রয়েছে- সুতি সালোয়ার-কামিজ, ফতুয়া, টিউনিক, টপস। গ্রীষ্মের পোশাকে সাদা, লেমন, হালকা হলুদ, আকাশি ও গোলাপির মতো হালকা রঙের প্রাধান্য পেয়েছে বেশি। সম্প্রতি লা রিভ হারেম প্যান্ট, ভেলভেটের পায়জামা এবং পালাজ্জো নিয়ে এসেছে।

কমবয়সীরা এই হারেম প্যান্ট এর সাথে নানারকম টপস, টি-শার্ট আর ফতুয়ার পড়তে পারে।

আর ছেলেদের জন্য রয়েছে ক্যাজুয়াল ফুলহাতা শার্ট, হাফ হাতা শার্ট, টি-শার্ট, পোলো  শার্ট, সুতি পাঞ্জাবি, ডেনিম এবং থ্রি কোয়াটার প্যান্ট। এছাড়াও আছে গরমের আকর্ষণীয় ডিজাইনের পোলো  টি-শার্ট। পোলো শার্ট এ হলুদ, হালকা সবুজ, লেমন, কমলা, গোলাপী এবং হালকা নীল রঙের প্রাধান্য পেয়েছে।  
যে কেউ তাদের ওয়েবসাইটে গিয়ে খুব সহজে তাদের পছন্দের পণ্যটি অর্ডার করতে পারবেন। লা রিভের ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে www.lerevecraze.com

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।