ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শীতল ফ্যাশন নতুন শাখায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ২৪, ২০১৪
শীতল ফ্যাশন নতুন শাখায় ছবি: সংগৃহীত

ক্রেতাদের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে অভিজাত বিপনী বিতান শীতল ফ্যাশন প্রা: লি:-এর চতুর্থ শাখার উদ্বোধন করা হলো যমুনা ফিউচার পার্ক শপিং মলের গ্রাউন্ড ফ্লোরের সি ব্লকে।

শুক্রবার শোরুমটি উদ্বোধন করেন এভারগ্রিন গ্রপের চেয়ারম্যান আবদুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক, শীতল
ফ্যাশন প্রা: লি:-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাকিল ও পরিচালক মোহাম্মদ সাজিদসহ অন্যরা।

শীতল ফ্যাশন দীর্ঘ ৩০ বছর ধরে সুনামের সঙ্গে আর্ন্তজাতিক খ্যাতিমান ব্র্যান্ডের পোশাক বাংলাদেশের ফ্যাশন সচেতন ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে।

প্রতিষ্ঠানটির রকমারি সম্ভারে নারী, পুরষ ও শিশুদের প্রয়োজনীয় সব ধরনের পোশাক ও প্রসাধন সামগ্রী রয়েছে।  

ফিউচার পার্ক ছাড়াও হাতিরপুল, মালিবাগ ও ধানমণ্ডিতে শীতল ফ্যাশনের শাখা রয়েছে।  



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।