ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাংলানিউজে কণা আলম

চুল পাকা সমস্যায় যত্নই একমাত্র সমাধান

লাইফ স্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মে ১০, ২০১৪
চুল পাকা সমস্যায় যত্নই একমাত্র সমাধান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলানিউজের আয়োজনে রূপচর্চা বিষয়ক সমস্যা ও এর সমাধানে সরাসরি প্রশ্ন-উত্তরে আসা সমস্যাগুলোর মাঝে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে চুল পাকা নিয়ে।

বিভুতী বাড়ৈ নামে একজন পাঠকের প্রশ্ন, তার বয়স ২৫ বছর।

১০ বছর আগে তার চুল পাকা শুরু হয়। এখন মোট চুলের প্রায় ৪০ ভাগই পেকে গেছে। কি করবেন?

বিভুতী বাড়ৈসহ যারা এ সমস্যায় ভুগছেন তাদের জন্য দেশের খ্যাতনামা রূপচর্চা বিশেষজ্ঞ কণা আলম বলেন, চুল পাকা আসলে সম্পূর্ণ জেনেটিকাল একটি ব্যাপার। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এবং এটা পুরোপুরি বন্ধ করারও কোনো সুযোগ নেই।

তবে নিয়মিত চুলের যত্ন নিলে চুল পাকা প্রতিরোধ করা যায় উল্লেখ করা তিনি এ সমস্যায় আক্রান্তদের ভালো ব্র্যান্ডের যেকোনো একটি হেয়ার ডাই ব্যবহার করার পরামর্শ দেন।

পাঠক, এ মুহূর্তে বাংলানিউজে উপস্থিত রয়েছেন দেশের বিশিষ্ট রূপচর্চা বিশেষজ্ঞ কণা আলম। আপনিও চাইলে আপনার রূপচর্চা বিষয়ক যে কোনো সমস্যা তাকে সরাসরি জানাতে পারেন।

ফেসবুকে ও ইমেইলে আপনাদের সৌন্দর্য বিষয়ক যেকোন সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারেন।

নাম, বয়স, পেশা ও ফোন নাম্বার উল্লেখ করে আপনার প্রশ্ন পাঠান:
 
প্রশ্ন পাঠাতে মেইল করুন: [email protected]
ফেসবুক https://www.facebook.com/bnlifestyle

** হেয়ারপ্যাকে তেল মিশিয়ে ব্যবহারে কমবে চুলপড়া
** চুলপড়া রোধে টক দই কার্যকরী
** কোকড়ানো চুল স্বাভাবিক করে কন্ডিশনার
** ময়েশ্চারাইজিং লোশন কমায় ত্বকের শুষ্কতা
** রুপচর্চা বিষয়ে সরাসরি প্রশ্নোত্তর

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।