ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

লাইফস্টাইল

স্বাধীনতায় বিবিআনা

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
স্বাধীনতায় বিবিআনা

আসছে স্বাধীনতা দিবস। এরই মধ্যে ফ্যাশন হাউসগুলো প্রতিটি আউটলেটে আনতে শুরু করেছে, লাল সবুজের স্বাধীনতার পোশাক।



এ বছর স্বাধীনতা দিবসে বিবিআনার পোশাকগুলোতে দেশাত্ববোধক গানের কলি দিয়ে লেখা হয়েছে স্ক্রিন প্রিন্টে, সাদায় সবুজ ও লাল রং এর ব্যবহার করা হয়েছে। পোশাকগুলো সবই সুতী কাপড়ের।

পোশাকের রংএর সাথে মিল রেখে করা হয়েছে হরেক রকমের মাটি, পুতি ও মেটালের গহনা।



ক্রেতারা পাঞ্জাবি, শাড়ি, লম্বা কুর্তি, ফতুয়া, ছেলে ও মেয়েদের দোপাট্টা ও বিভিন্ন স্টাইলের সালোয়ার যার প্রতিটি পিসই আলাদা করে কিনতে পারবে।

বিবিআনার অন্যতম পরিচালক সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, স্বাধীনতা আমাদের অহংকার। আমাদের পরিচয়, বিশেষ বিশেষ দিবসে সব সময়ই বিবিআনার চেষ্টা থাকে ক্রেতাদের সাধ্যের মধ্যে শ্রেষ্ঠ জিনিসটি পৌঁছে দেয়ার। এজন্য এবারও পোশাকগুলোর মূল্য রাখা হয়েছে মাত্র ৫০০ থেকে ১৪৫০ টাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।