ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

পুরুষদের ত্বকের যত্নে সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০০ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৩
পুরুষদের ত্বকের যত্নে সহজ উপায়

আবহাওয়ায় শীতের হাওয়া বইতে শুরু করেছে। আমরা অনেকেই নিজেদের ত্বক নিয়ে ভাবতে শুরু করেছি।

বাড়তি যত্নও নিচ্ছি। কিন্তু পুরুষরা অনেক সময়ই ত্বকের স্বাভাবিক যত্নের বিষয়েও সচেতন থাকেন না।

অনেকের ধারণা রূপচর্চা শুধুই মেয়েদের জন্য। তবে পুরুষও বাইরে যান, আর আপনার ত্বকেরও রোদে, ধুলোবালিতে সমান ক্ষতি হয়। পুরুষের ত্বক কোমল মসৃণ রাখতে চাই প্রতিদিনের যত্ন।

সানস্ক্রিন ক্রিম: বাইরে যাওয়ার ১৫ মিনিট আগে সানস্ক্রিন ক্রিম লাগিয়ে নিন।

ময়েশ্চারাইজার: নিয়মিত ত্বক পরিষ্কার আর শেভ করার ফলে পুরুষের ত্বক ক্ষতিগ্রস্ত হয়। ত্বকের কোমলতা ও স্নিগ্ধতা ফিরে পেতে প্রতিদিন  ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।  

অল্প সময়ে গোসল: দীর্ঘ সময় গরম পানি এবং ঝরনার নিচে গোসল করলে আপনার ত্বক থেকে তেল চলে যায়। তাই যত দ্রুত সম্ভব গোসল শেষ করুন।  

স্ট্রং সোপ এড়িয়ে চলুন: ত্বকের রুক্ষতা এড়াতে হালকা ক্লিনজার ব্যবহার করুন

যত্ন সহকারে শেভ: ত্বকের সুরক্ষা করতে ও ত্বক মসৃণ রাখতে শেভ করার আগে ক্রিম, লোশন বা জেল ব্যবহার করুন। শেভের জন্য একটি পরিষ্কার এবং ধারালো রেজর ব্যবহার করুন

সপ্তাহে অন্তত দুই দিন বেসন বা ময়দা মধু চিনি আর শশার রস দিয়ে মাস্ক তৈরি করে ত্বকে ১৫ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে হালকা ঘষে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।

সেই সঙ্গে প্রচুর পানি, ফল আর সবজি খেতে হবে এগুলো তো আপনারা মেনেই চলছেন।

  for more info: https://www.facebook.com/bnlifestyle

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।