ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

তনুশ্রী পদক ২০১৩

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৩
তনুশ্রী পদক ২০১৩

উদ্দীপ্ত প্রাণবান, সংস্কৃতি মনস্কদের নিয়ে ১৯৯৩ সালের ২৪ জুন যাত্রা শুরুর পর থেকে প্রতিবছরের মতো এবারও নাট্যধারার আয়োজনে সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক ২০১৩ প্রদান করেছে।

শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শনিবার সন্ধ্যায় সুদীপ চক্রবর্তীকে এবারের এই সন্মানে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন লাকী ইনাম এবং বরেণ্য কথা সাহিত্যিক নাসরীন জাহান এবং ফ্যাশন হাউস অঞ্জন`স এর কর্ণধার শাহীন আহমেদ।

নাট্যধারা’র জনপ্রিয় মঞ্চ নাটকের মধ্যে রয়েছে হ্যামলেট ওহ্ হ্যামলেট, মেঘ, চাঁদের অমাবস্যা,রথের রশি, আয়না বিবির পালা অগ্নিজল, ঘরামি, অতীশ দীপঙ্কর সপর্যা। এছাড়াও পথ নাটক বান্দরের কিস্সা, মাদার, দোধারী, অম্লদহন, গাধা তুই মানুষ হবি প্রভৃতি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।