ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বাসন্তী’র বৈশাখী আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৩
বাসন্তী’র বৈশাখী আয়োজন

বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবকে ঘিরে থাকে নানান আয়োজন।

অন্যসব আয়োজনের পাশাপাশি এই প্রাণের উৎসবে চাই নতুন পোশাক।

সেটা যে কোনো বয়সেরই হোক না কেন। তাই এই উৎসবকে ঘিরে বাসন্তী’র আয়োজনও বরাবরের মতো ব্যতিক্রম। শুধু লাল-সাদা নয় এর পাশাপাশি বাসন্তী এবারের বৈশাখে ব্যবহার করেছে কালো, নীল, সবুজ ইত্যাদি রঙ।

বাসন্তী বৈশাখ উপলক্ষে বেশকিছু নতুন ডিজাইনের সালোয়ার কামিজ, ফতুয়া ও ছেলেদেরে শর্ট পাঞ্জাবি ও ফতুয়া এনেছে। এছাড়া রয়েছে বৈশাখী শাড়ি। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও রয়েছে বৈশাখীর ভিন্ন ভিন্ন কালেকশন।

এ পোশাকগুলো পাওয়া যাবে- ২৪/২২, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা এবং, টাঙ্গাইল প্লাজা, টাঙ্গাইল।    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।