ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্রতিবন্ধীদের পাশে

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৩
প্রতিবন্ধীদের পাশে

যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন দি হিউমানিটারিয়ান এন্ড সেভিং লাইভস ট্রাস্ট এর উদ্যোগে ঢাকার ডেমরাতে শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে গত ২২ মার্চ শুক্রবার একটি ক্যাম্প-এর আয়োজন করে।

যেখানে দরিদ্র শিশু ও নারীদের শারিরীক প্রতিবন্ধী ২৫ জনকে হুইল চেয়ার, ২৫ জন পঙ্গুকে ক্যাচ ও ২৫ জন দৃষ্টি প্রতিবন্ধীদের স্টিক প্রদান করা হয়।

একই সঙ্গে প্রতিবন্ধীদের অধিকার ও চিকিৎসা পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। এলাকার দরিদ্র প্রতিবন্ধীরা এখান থেকে সেবা পেয়ে উপকৃত হয় এবং ভবিষ্যতেও এধরনের সহায়তা পাওয়ার আশা প্রকাশ করে। ক্যাম্পেইন ২০১৩ সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন মো: রুহুল হাসান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।