ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

নারী দিবসে গ্রিটিন্স্

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, মার্চ ৪, ২০১৩
নারী দিবসে গ্রিটিন্স্

শুধু ঘরে নয় বাইরেও নারী এখন পুরুষের পাশপাশি তাদের মেধার পরিচয় দিয়ে যাচ্ছে। নারী দিবসকে সামনে রেখে ফ্যাশন হাউস গ্রিটিন্স্ এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু টু-পিস ও সিঙ্গেল পিস টপস ও টি-শার্ট।

গরমে জন্য আরামদায়ক ও আকর্ষণীয় এসব পোশাকের ডিজাইনেও রয়েছে ভিন্নতা। এছাড়া গ্রিটিন্স্ এ পাওয়া যাবে মেয়েদের সব ধরনের পার্টি পোশাক, সানগ্লাস, লেডিস ব্যাগ, জুয়েলারি। শোরুম : এসিডি এম্পরিয়র(ধানমন্ডি), পিংক সিটি(গুলশান), আরএকে টাওয়ার (উত্তরা) ও কনফিডেন্স টাওয়ার (শাহজাদপুর)।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।