ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

যে কথা বলতে গিয়েও বলা হয়নি...

বিষণ্ণ সুমন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
যে কথা বলতে গিয়েও বলা হয়নি...

কিছু কথা থাকে, যা বলতে গিয়েও বলা হয়না । আপনা থেকেই মুখে আটকে যায়।

তেমনি কিছু সত্যি থাকে যা সত্য জেনেও প্রকাশ করা হয়ে ওঠেনা ।

কিছুটা ভয়, কিছুটা সংকোচ আর না বলতে পারার অভ্যেসটাই তখন এই বলার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। অথচ এই যে ভয়, সংকোচ অথবা এই না বলতে পারার অভ্যেসটাকেই অবলিলায় দূরে সরিয়ে সব কিছু বলে যাবার কি এক দুর্দান্ত শক্তি রয়েছে আপনাদের। সে কারণেই ঘটে যাওয়া ঘটনাগুলো ঘটতে যতটুকু সময় নেয়, তারচেয়েও বোধকরি কম সময়ে ধরা দেয় আপনাদের চোখে এবং তা নিমেষেই তুলে ধরেন আমাদের কাছে।

ফলে বাধ্য হয়েই আমার মত দুর্বল, ভীরু মানুষগুলোর বুভুক্ষ চোখ সারাক্ষণ চেয়ে থাকে আপনাদের পাতায়- প্রতি মুহূর্তে নতুন কিছু পাবার আশায়, হোক সে খবর কিংবা সর্বশেষ কোন সংযোজন, যা হয়ত মুহূর্তেই পুরনো হয়ে যায় আপনাদের নবীন চোখে।

ধন্যবাদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম আপনাদের অদ্ভুত মায়ায় এই আমায় জড়িয়ে নিয়েছেন বলে।

সীমাহীন কৃতজ্ঞতা অতীব ক্ষুদ্র আমায় এহেন সন্মানে (সামান্য লেখার জন্য অসামান্য উপহার) আসিন করেছেন বলে।

আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ্‌।

বিষণ্ণ সুমন
[email protected]

কৃতজ্ঞতা...

অনেক ধন্যবাদ। চলার পথে আপনাদের মতো বন্ধুদের কাছে সব সময় কৃতজ্ঞ আমরা বাংলানিউজের পুরো টিম। সব পাঠক বন্ধুদের সঙ্গে নিয়েই আমাদের বাংলানিউজ পরিবার। আপনাদের কাছ থেকে এধরনের মতামত পাওয়া আমাদের জন্য সম্মানের। আমাদের সব পাঠক বন্ধুরা ভালো থাকবেন।

আপনাদের গঠনমূলক সমালোচনা আমাদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে।

ধন্যবাদ
শারমীনা ইসলাম
লাইফস্টাইল এডিটর
[email protected]

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।