ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

বিজয়ের পোশাকের বিশেষ আয়োজন

আশরাফুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
বিজয়ের পোশাকের বিশেষ আয়োজন

বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে দীর্ঘ ৪১ বছর পরেও আমাদের আবেগের এতোটুকু কমতি নেই।

দেশে নানা বিভেদ থাকলেও প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তি সংগ্রাম নিয়ে এখানকার মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম আবেগে উদ্বেলিত।

তাই বিশেষ উপলক্ষে সে আবেগের প্রকাশ ঘটে শিল্প-সাহিত্য চর্চায়, পোশাক-আশাকে ও ব্যক্তিগত এবং সামাজিক জীবনের নানা আবহে।

১৬ ডিসেম্বর বিজয় দিবসে নানা বৈচিত্রময় পোশাকে বাংলার মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে ধারণ করার সংস্কৃতি ক্রমেই বাড়ছে। আসছে বিজয় দিবসকে সামনে রেখে অন্যান্য বছরের মতো এবারও তার ব্যতিক্রম হয়নি। রাজধানীর বেশির ভাগ ফ্যাশন হাউসগুলোতে রয়েছে বিজয় দিবসের পোশাকের আয়োজন।

তরুণদের প্রিয় শাহবাগের আজিজ সুপার মার্কেট গিয়ে দেখা যায় মেঘ, বরন, নিত্য উপহারসহ সব হাউসেই বিজয় দিবসের পোশাকের বিশাল সম্ভার। বিজয় দিবসের লাল সবুজ রঙের পোশাকগুলো দেশের প্রতি আমাদের ভালোবাসারই প্রকাশ। বিজয় দিবসের পোশাকের মধ্যে রয়েছে লাল সবুজ রঙের শাড়ি, শালোয়ার কামিজ, শর্ট পাঞ্জাবি, শিশুদের ফতুয়া ও টি-শাট ও মাথায় বাধার পতাকা। দাম ১৫০ থেকে ৩৫০০ টাকা।

দেশের সবচেয়ে আধুনিক শপিংমল বসুন্ধরায়ও রয়েছে বিজয়ের পোশাক। দেশি দশের সবগুলো হাউস বিজয়ের লাল সবুজের পোশাক নিয়ে আপনার অপেক্ষায়।

এবারের বিজয় দিবসে প্রথমবারের মতো লালসবুজ পোশাক এনেছে মেগা শপ ইনফিনিটি। প্রতিটি পোশাকেই নতুনত্ব রয়েছে আর এগুলো বিজয় দিবসের পরেও যে কোনো পরিবেশে পরার উপযোগী করে তৈরি করা হয়েছে বলে বাংলানিউজকে জানান প্রতিষ্ঠানটির অন্যতম পরিচালক মুনিরুল হক খান। এখানে পাবেন ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, মেয়েদের ফতুয়া, থ্রিপিস এবং শাড়ি। ইনফিনিটিতে দাম শুরু  ৭০০ টাকা থেকে।

বাংলানিউজের বিজয় দিবসের কুইজে অংশ নিতে ক্লিক করুন.

মডেল: রিফাত ও ফিটন খান
পোশাক: ইনফিনিটি
মেকআপ: ওমেন্স ওয়াল্র্ড
ছবি: নূর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।