ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সোনামনি নতুন স্কুলে যাচ্ছে?

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১২
সোনামনি নতুন স্কুলে যাচ্ছে?

বছর শেষ হয়ে আসছে, স্কুলে ভর্তিযুদ্ধ এরই মধ্যে শুরু হয়ে গেছে। মাত্র ক‘দিন আগেই আপনার কোল আলো করে যে ছোট্ট সোনামনি এসেছে, দেখতে দেখতে তার স্কুলে যাওয়ার সময় হয়ে এলো।

সোনামনি স্কুলে যাবে আপনার কি আর চিন্তার শেষ আছে! কিছু উপায় বলে দিই, সব ঠিকমতো করলে চিন্তা একটু কমানো যাবে।

  • ছোট্ট সোনা স্কুলে যাচ্ছে, তাকে মানসিকভাবে প্রস্তুত করুন
  • স্কুল সম্পর্কে মজার মজার গল্প বলুন
  • তাকে বোঝান স্কুল ভয়ের জায়গা নয়
  • বেশ কিছুটা সময় সে আপনার কাছ থেকে অন্য পরিবেশে থাকবে, তাই আগে
  • থেকেই তার অভ্যাস তৈরি করুন।
  • মাঝে মাঝে স্কুলে  বেড়াতে নিয়ে যান
  • শিশুকে নিরাপদে রাস্তা পার হতে শেখান
  • নাম-ঠিকানা, বাসার ফোন নম্বর মুখস্ত করান শিশুকে
  • একটি কাগজে বিস্তারিত ঠিকানা, যোগাযোগের নম্বর লিখে শিশুর ব্যাগের নির্দিষ্ট জায়গায় রেখে দিন।

সোনামনির নতুন স্কুলের জন্য কেনাকাটা শেষ? যদি না হয়ে থাকে তাহলে

  • আগেই তালিকা করুন কী কী প্রয়োজন
  • স্কুলের পোশাক তৈরি করুন
  • বই, খাতা, পেনসিল, ইরেজার, ব্যাগ, পেনসিল বক্স, টিফিন বক্স, পানির পট
  • যদি জুতা স্কুল ঠিক করে দেয় তাহলে তো ঠিক আছে, না হলে আরামদায়ক জুতা কিনুন

শিশুর সঠিকভাবে গড়ে ওঠার পেছনে স্কুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার এও মনে রাখতে হবে আপনার পছন্দমতো দেশের এক নম্বর স্কুলে ভর্তি হতে না পারলে সন্তানের জীবন নষ্ট হয়ে যাবে এমন ধারণা রাখাও কোনো বুদ্ধির কাজ নয়।

আপনার সোনামনির জন্য রইল শুভকামনা।

মডেল: বাবুনি ও ঐশি
পোশাক: ইনফিনিটি
ছবি: নূর

বাংলানিউজের বিজয় দিবসের কুইজে অংশ নিতে ক্লিক করুন.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।