ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শীতে হাতের যত্ন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১২
শীতে হাতের যত্ন

শরীরের সবচেয়ে বেশি সক্রিয় অঙ্গটি হচ্ছে আমাদের হাত। দুটি হাতের সাহায্য ছাড়া আমাদের সুস্থ জীবনের কথা চিন্তাও করা যায় না।

কিন্তু এই হাতের যত্নে কতোটুকু সময় আমরা দিচ্ছি? উত্তর যদি হয়, একদমই দিচ্ছি না। তাহলে আজ থেকেই হাত দুটির ওপর একটু সদয় হোন। কারণ শীতে আমাদের ত্বক এমনিতেই শুষ্ক হয়ে যায়। আর কাজগুলো তো সব হাত দিয়েই করতে হয়। তাই হাতের অবস্থা হয় সব থেকে নাজুক।

হাত দেখলেই কিন্তু বোঝা যায় আমরা নিজেদের প্রতি কতোটা যত্নবান। আজ থেকেই কিছুটা সময় বরাদ্দ রাখুন হাতে যত্নে:

*হাতের ত্বক খুব পাতলা হয়। ফলে একটু অযতেœই হাতের ওপরের ত্বকে কুঞ্চন দেখা দেয়। তাছাড়া বিবর্ণ হওয়াও একটি বড় সমস্যা

*ঘরের কাজ তো করতেই হয়, সবজি কাটা, কাপড় কাচার পরে হাত ভাল করে ধুয়ে ভেজা হাতে মাসাজ ওয়েল মেখে নিন। এরপর খানিকটা লিকুইড সোপ নরম ব্রাশে নিয়ে হাতের কোণে জমা ময়লা বা মরা চামড়া ভালোভাবে পরিষ্কার করুন। তারপর ভালো কোনো ক্রিম লাগিয়ে নিন দু’হাতে

*শীতে বাইরে যাওয়ার সময় দু’হাতে অবশ্যই ময়েশ্চারাইজার মেখে বেরুবেন

*বারবার হাত পানিতে ভেজালে ত্বক ফুলে ওঠে। শীতে এই সমস্যা প্রকট আকার ধারণ করে। এ অবস্থায় হাত পানিতে কম ভেজানোর চেষ্টা করবেন

*হাত আমাদের সৌন্দর্যেরও বড় অংশ একে মোলায়েম ও মসৃণ রাখতে নিয়মিত স্ক্র্যাব ও মাক্স ব্যবহার করুন।

*ঘরে তৈরি স্ক্র্যাব, ১টি পাতিলেবুর রস ও ২ চা চামচ চিনি মিশিয়ে এই মিশ্রণটি হাতে দিয়ে ঘষে ঘষে মেলাতে পারেন, মরা কোষ উঠে মশৃণ হবে।

*ঘরে তৈরি মাক্স, হাতের উজ্জ্বলতা বাড়াতে ১ টেবিল চামচ ময়দা দুধে গুলে হাতে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে নিন।

মনে রাখবেন সাবান, ময়েশ্চারাইজার, লোশন, ক্রিম কেনার সময় অবশ্যই ভালো কোম্পানি এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কিনবেন।  

সৌজন্যে: ওমেন্স ওয়াল্র্ড
মডেল: ইরা
ছবি: নূর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।