ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ছেলেদের ত্বকে মেয়েদের প্রসাধনী

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৩ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১২
ছেলেদের ত্বকে মেয়েদের প্রসাধনী

স্নো, পাউডার, সাবান, শ্যম্পু, পারফিউম, হেয়ার জেল, সানস্ক্রিন ক্রিম, লোশন এসব প্রসাধনী কি শুধুই মেয়েদের প্রয়োজনের? না শুধু মেয়ে নয়, আজকাল ত্বকের চর্চায় ছেলেদের প্রসাধন সামগ্রীর ব্যবহারও চোখে পড়ার মতো।

মেয়েদের কসমেটিকসের দোকানে বিভিন্ন কসমেটিকস সরঞ্জাম কিনতে প্রায়ই ছেলেদের ভিড় লক্ষ করা যায়।

কিন্তু ছেলেদের জন্য কি এগুলো কার্যকর? আসলে মেয়েদের ব্যবহারের প্রসাধন সামগ্রী ছেলেদের ত্বকে কার্যকর নয়। এর কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে।

ভারতীয় ত্বক বিশেষজ্ঞ ডা: অপরাতিম গোয়েল বলেন, ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি পুরু হয়। এর কারণ হিসেবে তিনি নিয়মিত শেভ করার কথা বলেন। যদিও শেভ করার ফলে ত্বকের মৃত চামড়া দূর হয় এবং অফিসগামী সকল পুরুষের জন্য দৈনিক শেভ করা জরুরি। তবে প্রতিদিন শেভের কারণে আশেপাশের ধুলোবালি, রোদের অতি বেগুনী রশ্নি ছেলেদের ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলে।  

এদিকে মেয়েদের শরীরে প্রতিদিনই কিছু না কিছু হরমোনাল পরিবর্তন হয়। ফলে মেয়েদের ত্বকে ছেলেদের তুলনায় ব্রন এবং অন্যান্য সমস্যা বেশি দেখা যায়। তাই মেয়েদের জন্য তৈরি করা ক্রিমগুলো ছেলেদের ত্বকে কোন কার্যকর প্রভাব ফেলতে পারেনা।

স্বভাবতই ছেলেদের ত্বকে সমস্যা কম হয়। কিš‘ সমস্যা কম বলে সমাধানে মেয়েদের প্রসাধনীর ওপর নির্ভরশীল না হয়ে নিত্যনতুন আবিষ্কৃত ছেলেদের প্রসাধনী ব্যবহার করুন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।