ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদের সালামি হিসেবে বই

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
ঈদের সালামি হিসেবে বই

ঈদ উপলক্ষে শিশু শিক্ষার্থীদের মাঝে বই উপহার দিয়েছে গাজী আবদুর রহমান পাঠাগার। গত ২০ আগস্ট ঈদের দিন বিকেলে চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা গ্রামের ২৭জন শিশু শিক্ষার্থীদের মাঝে এই বই দেওয়া হয়।

ঈদের সালামি হিসেবে শিশু সাহিত্যের এসব বই পেয়ে শিশু শিক্ষার্থীরা খুবই খুশি হয়েছে।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও লেখক গাজী মুনছুর আজিজ, পাঠাগারের সদস্য মো. আবু বকর পাটওয়ারীসহ স্থানীয় সুধিজন।

বই বিতরণ অনুষ্ঠানে পাঠাগারের প্রতিষ্ঠাতা গাজী মুনছুর আজিজ বলেন, এখন থেকে প্রতি বছর ঈদেই পাঠাগারের পক্ষ থেকে শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে।

২০০১ সালে প্রতিষ্ঠিত গাজী আবদুর রহমান পাঠাগার প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষা বৃত্তি প্রদান, বিনামূল্যে বই বিতরণ, গাছের চারা বিতরণ, সাংস্কৃতিক ও খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন, ইলিশ আড্ডাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।