ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে লাল সাদা নীল হলুদ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
ঈদে লাল সাদা নীল হলুদ

ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ সাজে সেজেছে লাল সাদা নীল হলুদ। অফ হোয়াইট, সাদা, এ্যাশের মতো হালকা জমিনে মেরুন, লাল, সবুজ, নীল, ব্রাউন বিভিন্ন উজ্জল রঙের ব্যবহার করা হয়েছে শাড়িতে।

শাড়িগুলো পাওয়া যাবে সুতি, খাদি, এ্যান্ডি, হাফ সিল্ক, সিল্ক, সিল্ক এ্যান্ডি, সুতি এ্যান্ডি, টিস্যু কাপড়ে। সুতি, এ্যান্ডি ও সিল্ক কাপড়ে মেয়েদের টপস এবং সালোয়ার কামিজ এবং ছেলেদের সুতি পাঞ্জাবির পাশাপাশি এখানে রয়েছে বেশ কিছু ডিজাইনের এক্সক্লুসিভ পাঞ্জাবি।

বাচ্চাদের জন্য রয়েছে ফতুয়া, পাঞ্জাবি এবং সালোয়ার কামিজ। বিশেষ আয়োজনে রয়েছে বাবা-ছেলের যুগলবন্দি পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনে তৈরি মাটি, ধাতু ও নানা রকম বাহারি বিডসে তৈরি অলঙ্কারও পাওয়া যাবে লাল সাদা নীল হলুদে।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।