ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

শপিং টিপস্

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
শপিং টিপস্

কী হিসেব করছেন, মাত্র রোজা শুরু হলো ঈদ এখনো অনেক দেরি? এই চিন্তা করলে কিন্তু সময় মতো সব কিছু গুছিয়ে উঠতে বেগ পেতে হবে।

 ঈদ ঘিরে কেনাকাটা করতেই হয়, ভিড় শুরু হওয়ার আগেই আমরা কাজগুলো গুছিয়ে নিতে পারি।

কিন্তু এজন্য চাই সঠিক পরিকল্পনা।

 ঈদের শপিং বলে কথা! ছোটখাট ঝামেলা থেকেই যায়। আমরা প্রায়ই বুঝতে পারি না কাকে কী দেব? ঈদের কেনাকাটা সহজ করতে কিছু টিপস্।

  • শপিংএ যাবার আগে প্রয়োজনীয় পণ্যের একটি তালিকা করে নিন। এতে কম সময়েই আনেক প্রয়োজনীয় পণ্য কেনা সম্ভব হবে।
  •  ঠিক করে নিন কাকে কেমন দামের মধ্যে পোশাক ও আনুষঙ্গিক জিনিস কিনে দেবেন। এতে করে অযথা ঘোরাঘুরির পেছনে সময় নষ্ট হবে না।
  • শপিংএ যাওয়ার প্রস্তুতি নিন। বাইরে ভ্যাপসা গরম, এ সময় স্বাভাবিক সুতি পোশাক পরুন
  • যে কোনো সময় বৃষ্টি হতে পারে ব্যাগে ছাতা রাখুন
  • যদি শীতাতপ নিয়ন্ত্রিত শপিংমলে না যান তবে বাচ্চাদের না নেওয়াই ভালো
  • শিশুদের পোশাক কেনার দিন তাদের সাথে নিন এবং তাদের পছন্দ মতো পোশাক কিনুন
  • পোশাক কেনার সময় যার জন্য কিনছেন তার বয়স, পেশা, রুচি এবং প্রয়োজনের বিষযটি বিবেচনায় রাখুন
  • সব কেনাকাটা একদিনে না করে, কয়েক বারে করুন। এতে যা কিনছেন সেগুলোর মান ভালো থাকবে
  • কেনার সময়ে পোশাকের রঙ, সেলাই, মান এবং দাম ভালো করে দেখে নিন। কোনো সমস্যা থাকলে বদলে নিন
  • কেনাকাটা শেষে বিল দেবার পর, বিলের তালিকার সাথে জিনিসের সংখ্যা মিলিয়ে নিন। এতে ভুল হবার সম্ভাবনা থাকে না
  • যাকাত যদি নগদ অর্থের পরিবর্তে পোশাকের মাধ্যমে দিতে চান তবে ওগুলোও আগেই কিনে রাখুন
  • বিল রিসিট ফেলে না দিয়ে কিছুদিন রেখে দিন। হঠাৎ কোনো জিনিস বদলানোর সময় কাজে লাগবে।

বড় শপিংমলগুলো ঈদের কেনাকাটায় পুরস্কার ঘোষণা করে। কুপন সংরক্ষণ করুন। একটি শাড়ি কিনে হয়তো গাড়ি জিতে যাবেন!

ছবি: নূর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।