ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ঈদের আগেই ঈদ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ৯, ২০১২
ঈদের আগেই ঈদ

ফ্যাশন সচেতনদের জন্য এবার শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবির  ট্রেন্ডি সব কালেকশন এনেছে ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’স। ঈদকে সামনে রেখে পোশাকের গতানুগতিক ডিজাইন আর প্যাটার্নে আনা হয়েছে ভিন্নতা।

শাড়িতে থাকছে হাফসিল্ক, মসলিন, সুতির প্রাধান্য। আরও থাকছে প্রিন্ট,  এম্ব্রয়ডারি, কারচুপির কাজ। ব্লু, গ্রিন, ব্রাউন ভেরিয়েশনের শাড়ি পাওয়া যাবে ১ হাজার থেকে ৩০ হাজার টাকায়।

সালোয়ার কামিজ লং আর সেমি লং-এ থাকলেও কামিজের ডিজাইনে থাকছে বৈচিত্র্য। ফেব্রিক্স ভেরিয়েশনের এসব পোশাক পাওয়া যাবে ২ হাজার ৫০০ থেকে ১১ হাজার টাকায়। এছাড়াও এক ছাটের বা কলিদার বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যাবে ৭৫০ থেকে ৪ হাজার টাকায়।

পাশাপাশি শিশু-কিশোরদের পোশাক, গহনা, স্যান্ডেল এবং হোম টেক্সটাইলেরও রয়েছে বিশাল ঈদ কালেকশনস।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।