ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

সামার ড্রেস “ত্রয়ী”

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১২
সামার ড্রেস “ত্রয়ী”

গ্রীষ্মের এই তপ্ত গরমে ক্রেতাসাধারনের জন্য নগরদোলা এবার নিয়ে এলো সামার সালোয়ার কামিজ “ত্রয়ী”।

গরমে আরামের কথা বিবেচনা করে বেছে নেয়া হয়েছে হালকা রঙ।

প্যাস্টেল শেডের তিন রঙ এর সমন্বয়ে তৈরি হয়েছে “ত্রয়ী”। এইসব রঙ-এর মধ্যে আছে গোলাপী, সবুজ, হলুদ, বিভিন্ন হালকা শেড।

ব্যবহার করা হয়েছে হালকা সূতি কাপড়। গরমে পোশাকের কাটিং ও প্যাটার্নে ভিন্নতা নিয়ে আসা হয়েছে। করা হয়েছে স্লিভলেস, সাথে স্লিভ থাকছে এবং আরও থাকছে লেগিংস ও শর্ট ওড়না। সালোয়ার কামিজের পাশাপাশি অন্য আকর্ষণ থাকছে ৫টি হালকা রঙ এর বিভিন্ন ডিজাইনের সূতি শাড়ি। এই শাড়িতে রয়েছে ব্লকের ব্যবহার। এছাড়াও পাওয়া যাবে মেয়েদের কুর্তি, ছেলেদের ফতুয়া ও বাচ্চাদের সব ধরনের আরামদায়ক পোশাক।

নগরদোলার পোশাক সম্ভার থেকে দ্রুত বেছে নিন গরমের আরামদায়ক পোশাক। পাওয়া যাবে নগরদোলার সব শোরুমে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।