ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

লাইফস্টাইল

এটা আমার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
এটা আমার

বসুন্ধরা সিটিতে ৫ বছরের স্নিগ্ধকে নিয়ে বৈশাখের পোশাক কিনতে এসেছেন তার বাবা-মা, তারেক ও নিশিতা।

তারা মিরপুর থেকে এসেছেন, স্নিগ্ধ ধীরে ধীরে গিয়ে একটি পুতুলে পরানো পাঞ্জাবি দেখে বারবার  ওটার হাত ধরছিল দেখে, তার বাবা-মা তাকে পাঞ্জাবিটা কিনে নিলেন।

এ পাঞ্জাবিটাই কেন নিলেন জানতে চাইলে হেসে উত্তরে জানালেন, এখন ওকে ভালো রাখতে পারলেই আমাদের আনন্দ।   

শুধু নববর্ষ কেন, আমাদের সব উৎসবেই আনন্দ আর আকর্ষণের মূল জায়গা দখল করে থাকে ছোট শিশুরা। বড়দের পোশাক কেনা যতটা জরুরি তার চেয়ে অনেক বেশি প্রয়োজন ছোটদের জন্য।

আর এজন্য ছোটদের পছন্দের কথাও ভোলেনি ফ্যাশন হাউসগুলো। ছোটদের আনন্দ বাড়িয়ে দিতে ফ্যাশন হাউসগুলোর রয়েছে বিশেষ আয়োজন।

মেয়ে শিশুদের জন্য: ছোট সেলাই করা শাড়ি, থ্রিপিস, ফ্রক, চুড়ি।

ছেলে শিশুদের জন্য রয়েছে, পাঞ্জাবি, ধুতি, ফতুয়া, পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে দোপাট্টা, পায়ের নাগরা।

এসব পোশাক ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। পহেলা বৈশাখে গরম থাকে এজন্য শিশুদের আরামের দিকটি লক্ষ রেখে পোশাকগুলো তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। রঙের ক্ষেত্রে সাদা, লাল, কমলা, সাদা, মেরুন ও হলুদকে প্রধান্য দেওয়া হয়েছে।

শিশুদের জন্য রঙ, সাদাকালো, নগরদোলা, মেঘ, শৈশব, আড়ং, নিত্যউপহারসহ রাজধানী ও সারাদেশের ফ্যাশন হাউসই পোশাক তৈরি করেছে।  

শিশুর পোশাক কেনার সময় তাকে সঙ্গে নিন। তার পছন্দের গুরুত্ব দিয়ে আরামদায়ক পোশাক কিনে দিন।

বিশেষ এই দিনটিতে শিশুদের আনন্দে ভরে থাক চারদিক...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।