ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আজিজে ফাল্গুনের পোশাক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২
আজিজে ফাল্গুনের পোশাক

 

শীতের বিদায় ঘণ্টা বেজে উঠেছে। আর ফাগুন তার আগমনী বার্তা এরই মধ্যে পাঠিয়ে দিয়েছে  প্রকৃতির মাধ্যমে।

প্রকৃতি সাজছে লাল-হলুদ ফুলে ফুলে। আমাদেরওতো সাজতে হবে। আর ফাল্গুনকে বরণ করতে ফ্যাশন হাউসগুলো আমাদের জন্য বাহারি সব পোশাক নিয়ে এসেছে।

ফ্যাশনেবল, রুচিশীল পোশাক পেতে সাধ এবং সাধ্যের সমন্বয় থাকে বলে তরুণ-তরুণীদের প্রধান পছন্দের শপিং সেন্টার শাহবাগের আজিজ সুপার।

আজ জেনে নেই আজিজ সুপার মার্কেটের ফাল্গুনের কিছু আয়োজন।  

মেঘ:

এবারও মেঘ ফালগুন ও ভালোবাসা দিবস উপলক্ষে নতুন নকশার পোশাক এনেছে। সুতি, সিল্ক, খাদি, এন্ডিসহ বিভিন্ন দেশীয় তাঁতের কাপড়ে তৈরি ফালগুনের পোশাকের মধ্যে আছে মেয়েদের থ্রি-পিস, ফতুয়া, ছেলেদের শর্ট পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও টি-শার্ট। এ ছাড়া এবার শিশুদের জন্যও মেঘ ফালগুনের পোশাক এনেছে।

এছাড়াও ফ্যাশন হাউজ মেঘ বিপিএল টি-টোয়েন্টি নিয়ে টি-শার্ট এনেছে। বিপিএল টি-টোয়েন্টির লোগো দিয়ে নকশা করা এই টি-শার্ট বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করবে।

আজিজ সুপার মার্কেট শাহবাগ। ফোন: ৮৬২০২৩০

গো-কার্টে ফাল্গুল উৎসব:

ফাল্গুনের আগমন উপলক্ষে গো-কার্ট করেছে ফাল্গুনি উৎসবের আয়োজন। এ উপলক্ষে গো-কার্ট নিয়ে এসেছে নতুন ডিজাইনের সময় উপযোগী পোশাক। গরমের কথা মাথায় রেখে কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা। নতুন ডিজাইনের এ পোশাকগুলোর মধ্যে রয়েছে পাঞ্জাবি, ফতুয়া, পোলো শার্ট ও মেয়েদের টপস। আরো পাওয়া যাচ্ছে বিভিন্ন স্টাইলে এক্সক্লুসিভ শার্ট। ঠিকানা: ১২২ আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন: ০১৭১৯ ৫৯০২৬৪

বার্ডস আই-এ ফাল্গুন:

আসছে ফাল্গুন মাস। আর এই মাসকে বরণ করে নিতেই ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে পহেলা ফাল্গুনের বাহারী পোশাক। নতুন আসা পোশাকগুলো হেছ টি-শার্ট, পোলো শার্ট, শর্ট পাঞ্জাবি, ফতুয়া এবং অফিসিয়াল শার্ট। ঠিকানা: ২৬ ও ৮ আজিজ সুপার মাকের্ট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন: ০১৯১৫ ০৬৮১৫৩, ০১৯৩৯ ৬০২০২২।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।