ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কোথায় পাবেন পুরনো আসবাব

যাকারিয়া ইবনে ইউসুফ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১২
কোথায় পাবেন পুরনো আসবাব

ঘরে আসবাবের প্রয়োজনীয়তার কথা বলাই বাহুল্য। শুধু আসবাবের যে প্রয়োজন রয়েছে এটাই সব নয়।

ঘরটিকে সুন্দরভাবে সাজাতে ও নান্দনিক করে তুলতেও সর্বাগ্রে ভূমিকা রাখে আসবাব। আমাদের রুচিকে ফুটিয়ে তোলা যায় এর মাধ্যমে।

আসবাবে আভিজাত্য ও রুচির ছাপ থাকবে এ প্রত্যাশা সবারই। সবার পক্ষে নতুন আসবাব কেনা বা বানানো সম্ভব হয়ে ওঠে না। তাই সাধ ও সাধ্যের সমন্বয় ঘটাতেই জনপ্রিয় হয়ে উঠেছে পুরনো আসবাবের দোকানগুলো। এখানে যেমন পাওয়া যাবে বিভিন্ন ডিজাইনের সবরকম আসবাব তেমনি দামটাও থাকবে ক্রয়ক্ষমতার মধ্যেই। তবে চলুন জেনে নিই কোথায় পাওয়া যাবে পুরনো আসবাবপত্র আর তার দরদামই বা কেমন

দরদাম : পুরনো আসবাবের দোকানগুলোতে ঘরের নিত্যব্যবহার্য সব ধরনেরই আসবাবের দেখা মিলবে। চেয়ার, টেবিল, খাট, আলমারি, শোকেইস, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, ওয়্যারড্রব, আলমারি, বুকসেলফ এসবই পাওয়া যাবে হাতের নাগালের মধ্যেই।

 প্রতিটি চেয়ারের দাম পড়বে ৭০ থেকে ১৮০ টাকা। তবে ডাইনিং টেবিল সেটের প্রতিটি চেয়ারের দামটা একটু বেশি। এসব পাওয়া যাবে ১৮০-৪০০ টাকায়। ডাইনিং টেবিলের দাম পড়বে ৫৫০ থেকে ১২৫০ টাকা। পুরো সেটটা কিনতে চাইলে ১-১ হাজার ৮০০ টাকার মধ্যেই পাবেন। নরমাল টেবিলের দাম পড়বে ২৫০ থেকে ৩০০ টাকা আর বক্স ও র‌্যাকসহ টেবিলের দাম ২৫০-৩৫০ টাকা। সিঙ্গেল খাট পাওয়া যাবে ২৮০-৪০০ টাকায়, সেমি ডাবল খাট ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকায় আর ডাবল খাটগুলোর দাম ৮০০- ২ হাজার ৫০০ টাকায়।

তবে বক্স খাটগুলোর দামটা বেশি। কাঠে খোদাইয়ের কাজ করা বক্স খাটগুলো পাওয়া যাবে ২ হাজার ৫০০ থেকে ৪ হাজার ৫০০ টাকা বা তারও বেশি। বিভিন্ন সাইজের আলমারিগুলোর দাম ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকা। বিভিন্ন সাইজ ও ডিজাইনের ওয়ারড্রয়ারের দাম পড়বে ১ হাজার থেকে ১ হাজার ৮০০ টাকা। পুরনো আসবাবের এ দোকানগুলোতে আসবাব ক্রয়-বিক্রয় উভয়ই হয়ে থাকে।

কোথায় পাবেন : পুরনো আসবাবের মোটামুটি বড় একটা মার্কেট গড়ে উঠেছে রাজধানী ঢাকার মোহাম্মদপুর টাউন হলে। এছাড়াও পুরনো আসবাবপত্রের দোকান রয়েছে টিচার্স ট্রেনিং কলেজের সামনে, আরামবাগ, আজমপুর, মিরপুর স্টেডিয়ামের পাশে। এগুলো ছাড়াও আজিমপুরে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের পাশে আসবাবপত্রের বেশ বড় একটি মার্কেট রয়েছে।

মনে রাখবেন

* আসবাবপত্র কেনার আগে সেটি ভালোভাবে পরীক্ষা করে নিন।

*কয়েকটি দোকান ঘুরে দরদাম যাচাই করে নিন।

* বিক্রেতারা অনেক সময় কয়েকগুণ বেশি দাম চেয়ে থাকে। তাই দরদাম করুন।

*আসবাবগুলো যেহেতু পুরনো তাই সতর্কতার সঙ্গে পরিবহন করুন।

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।