ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কথোপকথন...

কামরুন নাহার সুমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১১
কথোপকথন...

কথা আমাদের যোগাযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সহজ সরল সাবলীল বাচনভঙ্গি আমাদের কথোপকথন ও যোগাযোগ ফলপ্রসু করে তোলে।

অন্যের সঙ্গে কথা বলার সময় আমরা ৫ টি সাধারন বিষয় মেনে চললে সম্পর্ক তৈরি এবং তা মেইনটেইন করতে সাহায্য করবে:

  • কথা বলার সময় সঙ্গিকে বাক্য শেষ করতে দিন। আপনার মতামত, অন্যর কথা শেষ হবার পর প্রকাশ করুন, কথার মাঝে নয়।
  • অন্য কেউ কথা বলার সময় তার দিকে তাকান। যতটুকু সম্ভব eye contact বজায় রাখুন। যাতে করে বক্তা বুঝতে পারে যে আপনি তার কথা মনযোগ দিয়ে শুনছেন। এতে যোগাযোগ আর ভাল হবে।
  • কথার মাঝে হাচি কাশি যথা সম্ভব কম দিতে চেষটা করুন।  আর যদি দিতেই হয় “মাফ করবেন” বলুন। এতে আপনার বিনয় প্রকাশ পাবে।
  • কথা বলার সময় “হাই” তোলা ঠিক নয়। এতে বক্তার প্রতি আপনার কথা শোনার অনাগ্রহ প্রকাশ পায়।
  • অন্যের আবেগের মুল্য দিন। এমন না হয় বক্তা তার কোন দুঃখ আমাদেরে সাথে শেয়ার করছে, আর আমরা হাসছি। অবশ্যই অবস্থা বুঝে আচরন করতে হবে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।