ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

রেজার্স এন্ড সেজার্স মেনজ্স পার্লার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১২
রেজার্স এন্ড সেজার্স মেনজ্স পার্লার

আসছে নতুন বছর। আর নতুন বছর উপলক্ষে নতুন রূপে সেজেছে বনানীর রেজার্স এন্ড সেজার্স মেনজ্স পার্লার।

এ উপলক্ষে তারা করেছে নানান আয়োজন।

তাদের নিয়মিতি সেবার মান করেছে আরো আধুনিক। এনেছে আন্তর্জাতিক মানের সুদক্ষ ও সুপরিচিত বিউটিশিয়ান, যুক্ত হয়েছে আধুনিক যন্ত্রপাতি। রেজার্স পার্লার যেসব সেবা দিচ্ছে ক্যাটালগ হেয়ার কাটিং, আয়রন, রিবন্ডিং, কারলি আর আন্তর্জাতিক প্রোডাক্ট দিয়ে চুলের ধরন অনুযায়ী হেয়ার কালার ও হেয়ার ট্রিটমেন্ট।

বয়স এবং ত্বকের ধরণ অনুযায়ী বিভিন্ন রকম ফেসিয়াল করা হয়। এছাড়াও ডিপটিসু, থাই, সুইডিস এ্যারোমা এবং ইন্ডিয়ান মাসাজও করানো হয়। পেডিকিওর, মেনিকিওর, ফেয়ার পলিশ, ওয়াক্সিং, থ্রেডিং, মেকআপ এবং বিয়ের মেকআপও করা যাবে এখানে।

বাংলানিউজের বিজয় দিবসের কুইজে অংশ নিতে ক্লিক করুন.

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।