ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

আজ সারাদিন: চট্টগ্রাম

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১১

চট্টগ্রাম:
সাফারি পার্ক: চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম ভাস্কর্য ও মডেল ম্যুরালের উদ্বোধন করবেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ।

লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ: জেলা শাখার মুলতবি সভা সন্ধ্যা ৬টায় চেরাগি পাহাড়ের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে।



কঠিন চীবর দান উৎসব: বুদ্ধগয়া বাংলাদেশ বৌদ্ধবিহার, মধ্যম মাদার্শা সর্বজনীন শান্তিনিকেতন বিহার, চান্দগাঁও শাক্যমুনি বিহার, সুচিয়া সুখানন্দ বিহার, চট্টগ্রাম বন্দর বৌদ্ধবিহার, বরকল ছোট হরিণা লুম্বিনী বন বিহার, শীলকূপ জ্ঞানোদয় বিহার, মাইজবিলা জয়নগর অগ্রবংশ বিহার, পূর্ব মুকুটনাইট ধর্মাঙ্কুর বিহার, শাকপুরা লালচান্দ বিহার, বালুখালী জগৎজ্যোতি বিহার, আবদুল্লাহপুর শাক্যমুনি বিহার, পাইট্টালিকূল আনন্দরাম বিহার, ইছামতি ধাতুরতœ বিহার, বৈদ্যপাড়া সর্বজনীন মহামেধ বিহার, চরণদ্বীপ জ্ঞানাঙ্কুর বিহার, জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহার, রতœপালং কোটবাজার শ্মশান বিহারে দিনব্যাপী উৎসব।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।