ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

লাইফস্টাইল

ফ্রিজে সবজি সতেজ রাখতে

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১
ফ্রিজে সবজি সতেজ রাখতে

বর্তমানে বাজারে অনেক ধরণের সবজি পাওয়া যায়। এসব সবজির পুষ্টিগুণ আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন।

সবুজ তরতাজা শাক সবজি দেখলে অনেক সময় আমরা পরিবারে কয়জন সদস্য তা হিসেব না করেই কিনতে থাকি। আবার এগুলো অযত্নে ফেলে রেখে নষ্টও করি।

আমরা যারা প্রতিদিন বাজার করার সময় পাইনা, তারা যদি একটু সচেতন হই তাহলে অর্থের অপচয় কম হয়, আর ফলমুল, শাক সবজি স্বাস্থ্য সম্মতভাবে সংরক্ষণ করতে পারি। চলুন আমরা শাক সবজি টাটকা রাখার টিপসগুলো জেনে নেই।

  • শাক সবজির কেনার সময়, সবুজ শাক সবজি কিনতে হবে। কেননা শুধুমাত্র সবুজ শাক সবজির মধ্যে সঠিক পরিমাণে ভিটামিন জাতীয় পুষ্টিকর উপাদান ও অন্যান্য খনিজ উপাদান সঠিক পরিমাণে থাকে
  • বাজার থেকে কিনে আনা শাক সবজিগুলো হালকা ভাবে ধুয়ে সাথে সাথে রেফ্রিজারেটরে রাখতে হবে। অনেক সময় আমরা বেশি পানি দিয়ে ধুয়ে শাক সবজির পুষ্টিমান নষ্ট করে ফেলি
  • ফ্রিজে শাক সবজি এবং ফলমুল একসাথে না রেখে আলাদা তাকে সাজিয়ে রাখুন
  • পালং শাক, পুঁইশাক কিংবা সালাদের সবজি পরিমাণ মতো কিনুন। যেন দিনেরটা দিনেই শেষ হয়ে যায়। নাহলে এগুলোর পুষ্টিমান ধীরে ধীরে কমতে থাকে
  • ক্যামিকেলমুক্ত সবজি কিনুন। কেনার সময় লক্ষ করুন ক্যামিক্যালযুক্ত শাক সবজিগুলো একটু বিবর্ন হয়ে যায়
  • শপিংমল কিংবা বাজারে কেনাকাটার সময় একই ব্যাগে সবধরনের শাক সবজি, মাছ-মাংস, ফলমুল না রেখে আলাদা আলাদা ব্যাগে রাখুন। মাছ, মাংস থেকে আসা ব্যাকটেরিয়ায় শাক সবজি এবং ফলমুল খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়
  • বিশেষজ্ঞরা বলেন, শাক সবজি তিনদিনের বেশি ফ্রিজে রাখা উচিত নয়। এজন্য পরিমিত বাজার করুন।

ফ্রিজ আমাদের প্রতিদিন বাজার করার কষ্ট থেকে পরিত্রাণ দিয়েছে। আর তাই ফ্রিজে খাবার সতেজ এবং পুষ্টিগুণ ঠিক রাখতে প্রতিদিন একবার ফ্রিজের ভেতরটা পরিষ্কার করুন। আর সপ্তাহে একবার পুরোটা খালি করে পরিষ্কার করুন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।