ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

অভিনন্দন বিজয়ীদের

শারমীনা ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
অভিনন্দন বিজয়ীদের

বন্ধুরা প্রথমেই আমাদের বাংলানিউজের সব পাঠকের প্রতি কৃতজ্ঞতা। আপনারা বাংলানিউজ পড়েন এবং বাংলানিউজকে ভালোবাসেন।

ভালোবাসা দিবসে আমাদের বিশেষ আয়োজন বাংলানিউজ মাই ভ্যালেন্টাইন ফটো কনটেস্টের মাধ্যমে আবারও তা প্রমাণ হলো। আপনাদের ব্যাপক অংশগ্রহণ আমাদের অভিভূত করেছে।

প্রিয়জনের সঙ্গে ছবি পাঠিয়ে নিশ্চয়ই অপেক্ষা করছেন, কবে প্রিয় সংবাদ মাধ্যমে নিজের নামটি দেখবেন। আর সঙ্গে জিতে নেবেন দারুণ সব উপহার। অপেক্ষার পালা শেষ।
যারা ছবি পাঠিয়েছেন আমাদের কাছে সবাই বিজয়ী। তারপরও বিচারকদের রায়ে যারা কিছুটা এগিয়ে বিজয়ীর তালিকায় নাম লিখিয়েছেন:

তুহিন ও পলি, নাজিফা ও ইমরান, আবু রায়হান চৌধুরী ও জেবুন নাহার, রুমানা নুজহাত।

নির্বাচিত বিজয়ীদের মধ্যে রয়েছেন, সজিব খান, নাসিম রহমান, ইকবাল করিম আরমান, রাসেল চৌধুরী, নূর এ আলম মিলন, বিউটি আক্তার, বিজয় কুমার, ফারহানা জাহান, তৌহিদুর রহমান রনি, নাইম আহমেদ, তানাকা ইসলাম, সানজিদা ইয়াসমিন মিমি, সজিব খান, ইশিতা রায়, মিনার মাহমুদ, শওরিন নেহা, মোইনুল হোসেন হৃদয়, জেনিফার রহমান, শাহিনূর আক্তার, সাবরিনা হোসেন নিতু, মরিয়ম খন্দকার এবং ফৌজিয়া আফরিন ও মেহেদি হাসান।

অভিন্দন বিজয়ীদের। আপনাদের জন্য অপেক্ষা করছে চট্টগ্রামের পতেঙ্গায় ট্রান্সপোর্ট সুবিধাসহ ভ্যালেন্টাইন ডে-তে বাটারফ্লাই পার্কে এক রাত দুই দিন থাকা, খাওয়া ও ভ্রমণের মাধ্যমে বিশেষ এই দিনটিকে সারা জীবনের জন্য স্মরণীয় করে রাখার সুবর্ণ সুযোগ।

এছাড়াও নির্বাচিত ছবির জন্য বন্ধুরা পাবেন প্রিয়জনসহ বিনোদন কেন্দ্র নন্দনে প্রবেশ ও সব রাইড উপভোগের সুযোগ। ভাগ্যবান বিজয়ী বন্ধুদের জন্য আরও অপেক্ষা করছে ওমেন্স ওয়ার্ল্ডে পার্টি মেকআপ করে হোটেল ওয়েস্টিনে ভ্যালেন্টাইন স্পেশাল কাপল ডিনার।

চ্যানেল নাইন ও এশিয়ান রেডিও-তে নিজেদের ভালোবাসার গল্প বলার সুযোগ। আর বাংলানিউজের বিশেষ উপহারে থাকছে একজন প্রফেশনাল ফটোগ্রাফারের কাছে ফটোসেশনের দারুণ সুযোগ।

বিজয়ীরা যোগাযোগ করুন এই ঠিকানায়: [email protected]
https://www.facebook.com/bnlifestyle

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।