ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

কাঁচা আমের আচার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মে ৫, ২০১১

গাছে গাছে ঝুলছে টসটসে কাচা আম। দেখেই কেমন জিভে জল এসে যায়।

এখনতো মজা করে কাচাঁ আম খেতেই পরবেন। কিন্তু যখন কাঁচা আমের মৌসুম শেষ হবে যাবে তখনো যেন এই মজার স্বাদ নেওয়া যায়, এজন্যই আপনাদের জন্য আজ রইল কাঁচা আমের ঝাল আচারের রেসিপি।

উপকরণ:
১. কাঁচা আম ১৬ টি
২. সরিষা বাটা ২ টেবিল চামচ
৩. টালা শুকনো মরিচ গুঁড়ো ৪ টেবিল চামচ
৪. পাঁচফোড়ন টেলে নিয়ে গুঁড়ো ২ টেবিল চামচ
৫. আখের গুড় বড় ২ কাপ
৬. সরিষার তেল প্রয়োজনমতো
৭. লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন:

আম চামড়াসহ কেটে ধুয়ে পানিসহ চুলায় বসিয়ে দিন। ২-৩টি বলক এলে পানি ঝরিয়ে নিতে হবে। গুড়, লবণ ও সরিষার তেল দিয়ে চুলায় বসাতে হবে। গুড় গলে গেলে আম, পাঁচফোড়ন, মরিচ গুঁড়ো দিয়ে নাড়তে হবে। পানি শুকিয়ে এলে নামিয়ে টানা ৪-৫ দিন রোদে শুকিয়ে নিতে হবে। আরও কিছু তেল দিয়ে বয়ামে ভরে ২-৩ দিন রোদে রাখতে হবে। আচার মাঝেমধ্যে রোদে দিলে ভালো থাকে।

টিপস:
আচার রাখার বয়ামটি ধুয়ে রোদে অথবা চুলার আগুনের তাপে শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন বয়ামে পানি না থাকে।

ই-মেইল: [email protected]

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ০৫ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।