ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

লাইফস্টাইল

প্যারিসে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৩
প্যারিসে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক নগরী ফ্রান্সের রাজধানী প্যারিস। দুই হাজার বছরেরও বেশি ঐতিহ্যের অধিকারী রাজনীতি, শিক্ষা, বিনোদন, গণমাধ্যম, ফ্যাশন, বিজ্ঞান ও শিল্পকলা, সব দিক থেকে প্যারিসের গুরুত্ব ও প্রভাব এটিকে অন্যতম বিশ্ব নগরীর মর্যাদা দিয়েছে।

আধুনিক ফ্যাশনে প্যারিসের নাম থাকে সবচেয়ে আগে। সেখানেই হয়ে গেল বিশ্বখ্যাত বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের বিভিন্ন দেশীয় পণ্যের প্রদর্শনী।

Bibi-russell-2১৪ নভেম্বর জাতিসংঘের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সংগঠন ইউনেস্কোর সদর দপ্তরে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিবি রাসেলের ফ্যাশন হাউস বিবি প্রডাকশনের কর্মীদের উৎপাদিত নানা হস্ত ও তাতজাত পণ্য দর্শনার্থীদের দেখানো হয়। ইউনেস্কোর বুক ও গিফট শপে আয়োজিত ওই প্রদর্শনী বিভিন্ন দেশের ক্রেতাদের নজর কাড়ে।  

Bibi-russell-3বিবি রাসেল ১৯৭৫ সালে লন্ডন কলেজ অব ফ্যাশন হাউজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর দীর্ঘ পাঁচ বছর তিনি ‘ভগ’, ‘কসমোপলিটন’ ও ‘হার্পার’স বাজার’ এর মতো বিশ্বের নামিদামি ম্যাগাজিনে মডেল হিসেবে কাজ করেন।

১৯৯৪ সালে তিনি দেশে ফিরে বিবি প্রডাকশন নামে ফ্যাশন হাউস খুলেন। উপজাতীয় সংস্কৃতিকে ধারণ তিনি বিভিন্ন পণ্য তৈরি করে থাকেন। এপর্যন্ত দেশ বিদেশের নানা পুরস্কারে ভূষিত হয়েছেন বিবি রাসেল।

/Bibi-russell-4বিখ্যাত এই ডিজাইনারের হাত ধরেই আমাদের দেশীয় ফ্যাশন বিশ্বদরবারে সম্মানের সঙ্গে স্থান পেয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।