ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

লাইফস্টাইল

গজল সম্রাট জগজিৎ সিং হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

নয়াদিল্লি: ভারতীয় গজল সম্রাট জগজিৎ সিং মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে জরুরিভিত্তিতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার হওয়ার কথা।



সূত্র মতে, জগজিৎ সিংয়ের রক্তের ঘনত্ব কমে যাওয়ায় আগে থেকেই হৃদপিণ্ডে সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে, এ কারণেই তার মস্তিষ্কে সমস্যা হয়েছে।

তাকে হৃদরোগ বিশেষজ্ঞ অজিত মেননের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তবে অস্ত্রোপচারটি আরেক শল্যচিকিৎসক দিয়ে করানো হবে বলে জানা গেছে।

৭০ বছর বয়সী দুনিয়া মশহুর এই গায়ক দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ জনিত রোগে ভুগছেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।